• বিরাট জমি ইজারা নিল টিটাগড় রেল সিস্টেম, বাংলায় বন্দে ভারত-মেট্রোতে বড় দিশা
    হিন্দুস্তান টাইমস | ১৪ জুলাই ২০২৫
  • বড় জমি অধিগ্রহণ করল টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। প্রায় ৪০ একর জমি লিজ নিয়েছে টিটাগড় রেল সিস্টেম। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য তারা লিজ নিয়েছে রাজ্য সরকারের কাছ থেকে। কোতরং ও ভদ্রকালি মৌজায় এই জমি রয়েছে।

    এককথায় বাংলায় বড় উদ্যোগ নিল টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। তাদের শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে বড় পরিকল্পনা। এই জমি অধিগ্রহণের মূল লক্ষ্য হল বন্দে ভারতের উৎপাদনের ক্ষেত্রে আরও সুবিধা হবে। সেই সঙ্গেই মেট্রোর রেক তৈরির ক্ষেত্রে সুবিধা হবে এই নয়া উদ্যোগের মাধ্য়মে।

    তাদের উত্তরপাড়ায় প্রায় ৩৪ একর জায়গার উপর প্লান্ট রয়েছে। এবার নতুন করে সম্প্রসারণের সুযোগ মিলবে। গত ১২ জুলাই দুপক্ষের মধ্যে এই জমি ইজারা সংক্রান্ত বিষয়ে সমঝোতা হয়েছে। সব মিলিয়ে এই জমির জন্য ইজারা মূল্য পড়ছে ১২৬.৬৩ কোটি টাকা।

    সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, অতিরিক্ত যে জমি সেটা অতিরিক্ত উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। মূলত মেট্রো কোচ ও বন্দে ভারতের উৎপাদনের ক্ষেত্রে এই জমি কাজে লাগবে। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।

    এই শিল্প সম্প্রসারণের জেরে উৎপাদন ক্ষমতা বাড়বে টিটাগড় রেল শিল্প কেন্দ্রের। ২০২৮ আর্থিক বছরের মধ্য়ে এই উৎপাদন ক্ষমতা বাৎসরিক ৮৫০টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাৎসরিক ৩০০ টির জায়গায় এবার ৮৫০টি করে রেক আগামী দিনে তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)