• ‘যে দিন পশ্চিমবঙ্গের পুরোনো গৌরব…’, হরিয়ানার রাজ্যপাল হয়ে কী বললেন হাওড়ার অসীম?
    এই সময় | ১৪ জুলাই ২০২৫
  • বিষ্ণুকান্ত শাস্ত্রী, তথাগত রায়ের পর এ বার অসীম ঘোষ। এক সময়ের বিজেপি রাজ্য সভাপতি এ বার ভিন রাজ্যের সাংবিধানিক প্রধান হতে চলেছেন। সোমবারই হরিয়ানার রাজ্যপাল পদে হাওড়ার বাসিন্দা অসীম ঘোষের নাম ঘোষণা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খবর আসার পরেই অসীম বলেন, ‘বড় দায়িত্ব। সাংবিধানিক পদ। সংবিধান মেনে কাজ করতে হয়। মুখ্যমন্ত্রী (নয়াব সিং সাইনি), অন্যান্য মন্ত্রী, আমলাদের সহায়তা করব। হরিয়ানার উন্নতির জন্য মুখ্যমন্ত্রীকে সঠিক উপদেশ দেওয়ার চেষ্টা করব।’

    হরিয়ানার ১৯তম রাজ্যপাল হতে চলেছেন অসীম ঘোষ। ৩৮ বছর অধ্যাপনার পর প্রায় ১৫ বছরের রাজনৈতিক জীবন। এ বার সাংবিধানিক দায়িত্ব সামলাতে হবে তাঁকে। অসীম বলেন, ‘হরিয়ানা পৌঁছে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করব। তাঁকে কী ভাবে সাহায্য করা যায়, যাতে হরিয়ানার আরও উন্নতি হয়, সেই চেষ্টা করব। হরিয়ানার শিক্ষাক্ষেত্রে উন্নতি বিশেষত মেয়েদের শিক্ষার প্রসার, আদিবাসী, অন্যান্য জনজাতিদের উন্নতির বিষয়ে খেয়াল রাখব।’

    হাওড়ায় জন্ম অসীম ঘোষের। রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের অনেক আগে সভাপতি ছিলেন অসীম। ভরা বাম আমলে কাছ থেকে দেখেছেন পশ্চিমবঙ্গের রাজনীতি। তপন শিকদারের পরবর্তী যুগে তাঁর আমলে বিজেপির সংসদীয় রাজনীতিতে উত্থান খুব একটা হয়নি। শেষ দশ বছর সক্রিয় রাজনীতিতে সেই ভাবে না থাকলেও প্রতক্ষ্য করছেন রাজ্য রাজনীতি।

    অসীমের মন্তব্য, ‘আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি, যে দিন পশ্চিমবঙ্গ তার পুরোনো গৌরব ফিরে পাবে। আজকে রাজ্যে অনেক সমস্যা। এখন যে কালো দিন, তার একদিন অবসান হবে। মেয়েরা নিশ্চিন্তে, নিরাপদে স্কুল-কলেজে যেতে পারবে, বাবা-মাকে চিন্তা করতে হবে না। আগে বাংলায় শিল্পের যে সুদিন ছিল, তা ফিরিয়ে আনার জন্য শাসক-বিরোধী সকলে চেষ্টা করবে। এটা সকলের দায়িত্ব।’

    এখনও রাজ্যপাল পদে শপথ নেওয়ার সরকারি চিঠি হাতে পাননি তিনি। রাষ্ট্রপতি দপ্তর থেকে চিঠি এলেই তিনি হরিয়ানা রওনা দেবেন। তবে অসীম বলেন, ‘হরিয়ানায় গিয়ে কাজ করতে হলেও মনে পড়ে থাকবে পশ্চিমবঙ্গেই।’

    উল্লেখ্য, অসীম ঘোষের আগে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বিষ্ণুকান্ত শাস্ত্রী ১৯৯৯ সালে হিমাচল প্রদেশ ও ২০০০ সালে উত্তরপ্রদেশের রাজ্যপাল হয়েছিলেন। অন্য প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় ২০১৫ সালে ত্রিপুরা এবং ২০১৮ সালে মেঘালয়ের রাজ্যপাল হয়েছিলেন।

  • Link to this news (এই সময়)