• খেজুরিতে বন্‌ধ সফল, সর্বাত্মক সাড়া মিলেছে, দাবি শুভেন্দুর, ‘অশান্তি পাকানোয়’ ধৃত বিজেপির ৮
    আনন্দবাজার | ১৪ জুলাই ২০২৫
  • দুই ব্যক্তিকে ‘খুনের’ প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ১২ ঘণ্টার বন্‌ধে সর্বাত্মক সাড়া মিলেছে। মঙ্গলবার মিছিলে নেতৃত্বদানের পর এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক জানালেন, মানুষের সর্বাত্মক সাড়া মিলেছে। অন্য দিকে, পুলিশ সূত্রে খবর, মিছিল থেকে মোট আট বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ।

    গত শুক্রবার মহরম উপলক্ষে জলসায় গিয়ে দুই ব্যক্তির রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের পাশের বিধানসভা এলাকায়। শুভেন্দু এবং খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিকের অভিযোগ, ভিন্‌ধর্মের ওই দুই ব্যক্তিকে খুন করা হয়েছে। শুভেন্দু ‘গভীর ষড়যন্ত্রের’ অভিযোগ করেন। যদিও পুলিশ থেকে শাসকদল জানিয়েছে, নিছক দুর্ঘটনার জেরে এই মৃত্যুর ঘটনা। প্রাথমিক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানোর ‘তথ্য’ জানা যাচ্ছে।

    ‘খুনের’ প্রতিবাদে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সোমবার ১২ ঘণ্টার বন্‌ধ সফল করতে পথে নামে। জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। সেখান থেকে তিনি বলেন, ‘‘আজ (সোমবার) খেজুরিতে বন‌্‌ধ সম্পূর্ণ সফল হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বিজেপির ডাকা বন্‌ধে শামিল হয়েছেন।’’ তাঁর সংযোজন, ‘‘মৃত ব্যক্তিদের পরিবারকে সব রকম আইনি সহায়তা প্রদান করা হবে। দুই পরিবারকেই বিজেপির তরফে আর্থিক সাহায্য করব।’’

    সকাল থেকেই হেঁড়িয়া থেকে খেজুরির রাস্তা ঘিরে রেখেছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। থানা ও বিডিও অফিসের অদূরে জনকা মোড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বন্‌ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আটক করা হয় বেশ কয়েক জনকে। খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু বলেন, ‘‘পুলিশ রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভকে ভেস্তে দিতে চেষ্টা করেছে। বিজেপি সমর্থকদের একাধিক জায়গায় হেনস্থা করা হয়েছে। কিন্তু যাঁরা বিনা অনুমতিতে জলসার আয়োজন করেছিল, সেই কমিটির এক জনকেও এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। আমরা এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চালিয়ে যাব।’’
  • Link to this news (আনন্দবাজার)