• বকখালিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেলেন পর্যটক! টানা তল্লাশির পরে দেহ মিলল নামখানার কাছে, চাঞ্চল্য
    আনন্দবাজার | ১৪ জুলাই ২০২৫
  • বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে অঘটন! দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে সমুদ্রস্নানে নেমে ভেসে গেলেন এক পর্যটক। টানা তল্লাশির পরে নামখানা থানার পাতিবুনিয়া এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। সোমবার দুপুরে এ নিয়ে শোরগোল এলাকায়।

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ইমতাজুল আরসিন। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর এলাকায়। শনিবার একটি গাড়ি ভাড়া করে বন্ধুদের সঙ্গে বকখালি ঘুরতে এসেছিলেন তিনি। রবিবার বিকেলে চার বন্ধু মিলে স্নান করতে নামেন সমুদ্রে। বেশ কিছু ক্ষণ পরে তিন জন স্নান সেরে উঠে এলেও ভেসে যান ইমতাজুল। সঙ্গে সঙ্গে শুরু হয় খোঁজাখুঁজি।

    প্রথমে স্থানীয় প্রশাসন ও লাইফগার্ডদের সহায়তায় সন্ধান চালানো হয়। কিন্তু রবিবার সন্ধ্যা নামার পরেও যুবকের কোনও খোঁজ মেলেনি। সোমবার দুপুর পর্যন্ত টানা উদ্ধারকাজ চলে। সমুদ্রে নেমে তল্লাশির পাশাপাশি জলের উপর নজরদারি হয়। শেষ পর্যন্ত যুবককে পাওয়া গেল নামখানায়। তবে মৃত অবস্থায়।

    ছেলের বঙ্গোপসাগরে তলিয়ে যাওয়ার খবর পেয়ে বাড়ি থেকে ছুটে গিয়েছেন বাবা পিনাকি আরসিন। তিনি বলেন, ‘‘শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল ও। জানতাম, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। কিন্তু এমন ঘটে যাবে, কে ভাবতে পেরেছিল!’’

    প্রাথমিক ভাবে একে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, পর্যটকদের সমুদ্রস্নানের সময় পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না। সমুদ্রে প্রবল স্রোত এখন। এ ব্যাপারে কি পর্যটকদের আগাম সতর্ক করা হয়েছিল?
  • Link to this news (আনন্দবাজার)