• বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা কেন? বাংলাভাষীদের পাশে দাঁড়িয়ে দিল্লিতে ধর্না তৃণমূলের দোলাদের
    আনন্দবাজার | ১৪ জুলাই ২০২৫
  • বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের আটক করে রাখা হচ্ছে বলেও অভিযোগ। এই নিয়ে দিল্লির জয়হিন্দ কলোনিতে সোমবার থেকে ধর্নায় বসল তৃণমূল। মঙ্গলবার বিকেল ৩টে পর্যন্ত সেখানে ধর্না দেবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, সাগরিকা ঘোষ, সুখেন্দুশেখর রায়, সাকেত গোখলেরা। দোলা জানিয়েছেন, ওই এলাকার কলোনির বাংলাভাষী বাসিন্দারাও তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন। অন্য দিকে, আগামী বুধবার কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    রবিবারই দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি পরিদর্শন করেন তৃণমূল সাংসদেরা। সেখানকার বাংলাভাষী বাসিন্দাদের সঙ্গে তাঁরা কথা বলেন। পরিদর্শনের পরে তৃণমূলের তরফে ওই এলাকায় বসবাসকারী বাংলার পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করা হয়। সর্বভারতীয় তৃণমূলের তরফে জানানো হয়, রাজধানী দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি। তা কখনওই মেনে নেওয়া হবে না। সোমবার সেখানে ধর্না শুরু করলেন তৃণমূলের সাংসদেরা। তাঁদের তরফে বলা হয়েছে, ‘‘যাঁদের কাছে সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও ‘অবৈধ’ আখ্যা দিয়ে বাংলাদেশি বলা হচ্ছে, সেই সকল বাংলাভাষী পরিবারগুলির পাশে দাঁড়াতেই এই আন্দোলন। কলোনির বাসিন্দারাও সাহস ও দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন।’’

    আগামী ১৬ জুলাই কলকাতার কলেজ স্কোয়্যার থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। এই কর্মসূচিতে স্বয়ং মুখ্যমন্ত্রী যোগ দেবেন, এমনটাই জানান রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকেরা শামিল হবেন বলে জানান তিনি। একই দিনে দুপুর ২টো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে বলেও জানান চন্দ্রিমা।
  • Link to this news (আনন্দবাজার)