• নবান্নে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন অসুস্থ মৎস্যমন্ত্রী বিপ্লব, নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে
    আনন্দবাজার | ১৪ জুলাই ২০২৫
  • মন্ত্রিসভার বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মৎস্যমন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। সোমবার বিকেলে নবান্নে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে চারটে নাগাদ ওই বৈঠক শুরু হয়। বৈঠকের শেষের দিকে অসুস্থ হয়ে পড়েন বিপ্লব। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।

    প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকের শেষের দিকে শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করেন মৎস্যমন্ত্রী। তাঁর মাথা ঘুরে গিয়েছিল। সঙ্গে সঙ্গে নবান্নে থাকা চিকিৎসকদের ডেকে পাঠানো হয়। নবান্নের ১৪ তলায় যে কক্ষে মন্ত্রিসভার বৈঠক চলছিল, মন্ত্রীকে ধরে ধরে সেই ঘর থেকে বার করে ওই তলেই অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানেই মন্ত্রীকে সাময়িক ভাবে শোয়ানোর ব্যবস্থা করা হয়।

    এর পরে নবান্নের চিকিৎসকেরা বিপ্লবের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। সূত্রের খবর, শরীরে রক্তচাপ কমে যাওয়ার কারণেই মন্ত্রী অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন বলে অনুমান করা হচ্ছে। উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেও আশ্বস্ত করেন চিকিৎসকেরা। তবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিপ্লবকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শও দেন তাঁরা।

    চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আপাতত এসএসকেএম হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সূত্রের খবর, মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীলই রয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)