• চন্দননগরের স্কুলে প্রথম শ্রেণির ছাত্রকে ‘যৌন হেনস্থা’, অভিযুক্ত প্রধান শিক্ষক!
    এই সময় | ১৫ জুলাই ২০২৫
  • চন্দননগরের একটি স্কুলে প্রথম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ। সোমবারের ঘটনা। অভিযুক্ত স্কুলেরই প্রধান শিক্ষক। তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদও করছে চন্দননগর থানার পুলিশ। ছাত্রের পরিবারের দাবি, অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    চন্দননগর কর্পোরেশন পরিচালিত ওই স্কুলে সকালে প্রাথমিক সেকশনের ক্লাস হয়। অভিযোগ, সোমবার ক্লাসে প্রথম শ্রেণির দুই ছাত্র নিজেদের মধ্যে মারামারি করেছিল। সে সময়ে ক্লাসে যে দিদিমণি ছিলেন, দুই ছাত্রকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান।

    অভিযোগ, এর পরেই ওই প্রধান শিক্ষক দুই ছাত্রকে একটি অন্ধকার ঘরে নিয়ে যান এবং এক ছাত্রকে দিয়ে অন্য ছাত্রের সঙ্গে আপত্তিকর কাজ করান। একই সঙ্গে তিনি ভয় দেখান, কোনও ভাবেই যেন বাড়িতে কেউ জানতে না পারে।

    এ দিকে ওই ছাত্রের মা স্কুলে এলে, শিশুটি কান্নাকাটি শুরু করে। মাকে সবটা জানায়। বাকি অভিভাবকরাও জানতে পারেন। স্কুলের সামনে শুরু হয় হইচই। এমন পরিস্থিতি হয়, পুলিশ আসে ঘটনাস্থলে। চন্দননগর থানার পুলিশ প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। বিকেলে চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার।

    চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানান, স্কুলটিতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হয়। প্রধান শিক্ষক একজনই। এই অভিযোগ সত্যিই গুরুতর। পুলিশ তদন্ত করুক এবং যথাযথ ব্যবস্থা নিক। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক অভিযোগ মানতে নারাজ। তবে স্কুলের স্টাফ কাউন্সিলের সম্পাদক জানান, এমন অভিযোগ এর আগে কোনও দিন স্কুলে আসেনি। ফলে এমন অভিযোগ শুনে তাঁরা স্তম্ভিত। পুলিশ হস্তক্ষেপ করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে নিয়ে গিয়েছে।

    পুলিশ জানিয়েছে, প্রথম শ্রেণির পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে। খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।

  • Link to this news (এই সময়)