• ২৪ ঘণ্টা আগেই আবহাওয়া দপ্তরের সতর্কতা, বাংলা জুড়ে ভারী দুর্যোগ, কোন জেলায় বিশেষ সতর্কতা?...
    আজকাল | ১৫ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় বাংলা জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন অঞ্চলের উপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি সোমবার একটি স্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে নিম্নচাপটি কলকাতা থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বর্ধমান থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এবং ১-২টি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে সাধারণ মানুষ, কৃষক, এবং প্রশাসনকে এই নিম্নচাপের প্রভাবজনিত কারণে প্রস্তুত থাকতে অনুরোধ করেছেন। নিচু এলাকা প্লাবিত হওয়া, বিদ্যুৎ বিভ্রাট বা গাছ উপড়ে পড়ার মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাসহ একাধিক জেলায় বৃষ্টিপাতের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। টানা বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

    কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নিম্নচাপ সরতে না সরতেই, বঙ্গোপসাগরে আরও এক নিম্নচাপের চোখ রাঙানি। তার জেরেই বিশেষত দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে।

    হাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গাঙ্গেয় বৃষ্টির দাপট বাড়বে। উত্তর ছত্তিসগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দু’টি ঘূর্ণাবর্তের অবস্থান বর্তমানে। যার কারণে ফের দুর্যোগের ঘনঘটা বাংলায়।  নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে। একটানা বৃষ্টিতে ভোগান্তির সম্ভাবনাও রয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর। নীচু এলাকাগুলি আবারও জলমগ্ন হতে পারে। উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য বড়সড় সতর্কতা জারি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।  

    আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনা রয়েছে। আজ, সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
  • Link to this news (আজকাল)