দেরি করে আসার পর স্কুলে ঢুকতে না পেরে গেটে তালা ঝোলালেন ছাত্রীরাই!
বর্তমান | ১৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি জলপাইগুড়ি: দেরি করে আসায় স্কুলে ঢুকতে না পেরে গেটে তালা লাগাল ছাত্রীরাই! আজ, সোমবার এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলে। এদিন স্কুলের গেটে তালা লাগানোর পর প্রতিবাদে সরব হওয়া ছাত্রীদের দাবি, রাস্তায় যানজট, টিউশন এবং নিজে হাতে টিফিন বানিয়ে নিয়ে আসতে হওয়ায় কয়েক মিনিট দেরিতে পৌঁছয় তাঁরা। সেই কারণে তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। এমনকী বারবার অনুরোধ জানিয়েও কাজ হয়নি। উল্টে প্রধান শিক্ষিকা এসে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। এরপর বাধ্য হয়ে তাঁরাই স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয়। যদিও পরিস্থিতি বেগতিক দেখে পরে অবশ্য ওই তালা নিজেরাই খুলে দেয় তাঁরা। প্রধান শিক্ষিকা সুতপা দাসের দাবি, শিক্ষাদপ্তরের নির্দেশিকা অনুযায়ী যে সময়ের মধ্যে স্কুলে ঢোকার কথা তার চেয়েও দেরিতে এসেছে ছাত্রীরা। তার ফলেই ওই ছাত্রীদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। একদিন ছাড় দেওয়া হলে ভবিষ্যতেও ছাত্রীদের মধ্যে স্কুলে দেরি করে আসার প্রবণতা বাড়বে। ফলে এটাকে প্রশ্রয় দেওয়ার কোনও মানেই হয় না। স্কুলের গেটে তালা লাগানোর পিছনে অবশ্য ছাত্রীদের উস্কানি দেওয়া হয়েছে বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। অন্যদিকে, এদিনের ঘটনায় জলপাইগুড়ি সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের পাশে দাঁড়িয়েছেন জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) বালিকা গোলে। তিনি বলেন, ‘স্কুলের নির্দেশ মানা পড়ুয়াদের কর্তব্য। এদিন যেসব ছাত্রী স্কুলের গেটে তালা লাগিয়েছে, তারা অবশ্যই অন্যায় করেছে।’