• বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, শমীককে মুখবন্ধ খামে চিঠি দিলেন বিক্ষুব্ধরা
    বর্তমান | ১৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি জলপাইগুড়ি: বিজেপির হাল খারাপ। এই নিয়ে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে আজ, সোমবার মুখবন্ধ খামে চিঠি দিলেন দলের বিক্ষুব্ধ কর্মীরা। পাশাপাশি ওই খামেই প্রতীকী হিসেবে দেওয়া হল সাদা কাগজও। কিন্তু সাদা কাগজ কেন? এই বিষয়ে দলের প্রাক্তন সহ সভাপতি তথা বিক্ষুব্ধ বিজেপি কর্মী অলোক চক্রবর্তী বলেন, জলপাইগুড়িতে দলের হাল খুবই খারাপ। যদি এই জেলায় দলকে বাঁচাতে হয়, তাহলে খোদ রাজ্য সভাপতিকেই হস্তক্ষেপ করতে হবে। আর সেই কারণেই প্রতীকী হিসেবে চিঠির সঙ্গে সাদা কাগজও দেওয়া হয়েছে। ওই কাগজে এখন লেখার ভার রাজ্য সভাপতির। ইতিমধ্যেই জলপাইগুড়িতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দলের রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানাতে দ্বিধাবিভক্ত দলীয় কর্মীরাও। একদল দাঁড়ালেন জলপাইগুড়ির গোশালা মোড়ে। অন্যদল হাইকোর্টের সার্কিট বেঞ্চের নয়া ভবনের সামনে। দুই জায়গাতেই এদিন শমীক ভট্টাচার্যকে দাঁড় করানো হয়। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা দলের নয়া রাজ্য সভাপতির হাতে চিঠি তুলে দেন। ওই চিঠিতে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। এর সঙ্গে মৌখিকভাবে গাড়িতে মদ্যপানের ভিডিও ভাইরালের প্রসঙ্গটিও তুলে ধরা হয়। পাশাপাশি সাদা কাগজও তুলে দেওয়া হয় শমীকবাবুর হাতে। বিক্ষুব্ধদের দাবি, ওই কাগজে তিনি যেন লিখে দেন কীভাবে চলবেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)