নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূমের পাড়ুই থেকে পাক চর সন্দেহে দুই যুবককে রবিবার রাতে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ধৃতদের নাম মুন্না ও শেখ মিরাজ। তাদের মধ্যে মুন্নার সিমকার্ডের দোকানের মালিক। ধৃতদের অ্যাকাউন্টে পাকিস্তান থেকে টাকা আসার তথ্যপ্রমাণ মিলেছে বলে দাবি বেঙ্গল এসটিএফের। অভিযোগ, পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে সিমের ওটিপি সরবরাহ করত। গোয়েন্দারা বলছেন, হানিট্রাপের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে ওটিপি সংগ্রহ করা হচ্ছিল। এক আইএসআই কর্তা মহিলা সেজে তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন সোশ্যাল মিডিয়াতে। দুই অভিযুক্তকে বলা হয়েছিল, সামাজিক কাজকর্মের জন্যই তাদের ভারতীয় সিমকার্ড প্রয়োজন। বিগত কয়েকমাসে তারা কয়েকশ’ ওটিপি পাঠিয়েছে পাকিস্তানে। এই ওটিপির সাহায্যে ভারতীয় নম্বরে পাকিস্তানে বসেই হোয়াটসঅ্যাপ ও ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। এর মাধ্যমে এদেশে নিযুক্ত পাকচরদের সঙ্গে যোগাযোগ রাখা হতো। পাশাপাশি হানিট্র্যাপে ফেলতে এই ওটিপি ব্যবহৃত হয়েছে। তদন্তকারীরা বলছেন, পাড়ুইয়ের ধৃতরা অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আধার কার্ড বানিয়ে দেওয়ার বেআইনি কারবারও করত।