• মহাকরণের পর নিউ সেক্রেটারিয়েট, প্রিন্টার চুরির কিনারা করতে ধৃতকে হেফাজতে নিল পুলিস
    বর্তমান | ১৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহাকরণ থেকে সম্প্রতি চুরি গিয়েছিল দু’টি প্রিন্টার। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল দুই ব্যক্তিকে। তার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার কিরণশঙ্কর রায় রোডে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে চুরি গেল পাঁচটি প্রিন্টার মেশিন। খোদ শহরের বুকে দু’টি সরকারি অফিস থেকে চুরির ঘটনায় কলকাতা পুলিস মহলে ব্যাপক শোরগোল পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিস। ইতিমধ্যেই দু’টি অফিসের কর্মীদের সঙ্গে পুলিস কথা বলেছে। তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। তবে মহাকরণ থেকে চুরি যাওয়া প্রিন্টার দু’টি একটি সার্ভিসিংয়ের দোকান থেকে উদ্ধার করেছে পুলিস। কিন্তু নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে খোয়া যাওয়া প্রিন্টারগুলি এখনও উদ্ধার করা যায়নি বলে পুলিস সূত্রে খবর।

    আদালত সূত্রে জানা গিয়েছে, মহাকরণ থেকে প্রিন্টার চুরির ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছিল। তারমধ্যে একজনকে নিউ সেক্রেটারিয়েটে চুরির মামলায় সোমবার হেয়ার স্ট্রিট থানার পুলিস হেফাজতে নিয়েছে। সোমবার অভিযুক্তকে ব্যাঙ্কশালের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক ১৮ জুলাই পর্যন্ত তাকে পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি আদালতে বলেন, দু’টি ক্ষেত্রেই চুরির ধরন প্রায় একই। তাই প্রাথমিক তদন্ত চালিয়ে পুলিস জানতে পেরেছে, মহাকরণের চুরির মামলায় অভিযুক্তের সঙ্গে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে প্রিন্টার চুরির সংস্রব রয়েছে। চুরি যাওয়া প্রিন্টার উদ্ধারের জন্য ধৃতকে হেফাজতে নেওয়া জরুরি ছিল। বিচারক দু’পক্ষের সওয়ালের পর অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করে দেন।
  • Link to this news (বর্তমান)