• বাগুইআটি: দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় ধৃত ৩, উদ্ধার ৩২ লক্ষ
    বর্তমান | ১৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছিল বাগুইআটি থানার পুলিস। পুলিসি হেফাজতে থাকাকালীন মূল অভিযুক্তকে জেরা করে ৩২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিস। সেই সঙ্গে ম্যাকবুক, আইফোন, সোনার গয়নাও বাজেয়াপ্ত হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম ধীরাজ সরকার ওরফে বুম্বা, অভিজিৎ ভৌমিক এবং মিলন তালুকদার। হুগলির উত্তরপাড়ার এক বাসিন্দা সম্পর্কের সূত্রে ধীরাজকে ১ কোটি ৪৭ লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন। এর মধ্যে ‌৯০ লক্ষ টাকা নগদ এবং অনলাইনে ৫৭ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। গত মার্চ মাসে সেই টাকা পরিশোধ করার কথা ছিল। অভিযোগ, সেই টাকা আত্মসাৎ করেছেন ধীরাজ। টাকা চাইতে গেলে উত্তরপাড়ার ওই ব্যক্তিকে হুমকিও দেওয়া হচ্ছিল। তারপরই গত ৮ জুলাই তিনি ধীরাজের নামে বাগুইআটি থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। পুলিস জানিয়েছে, ওই ঘটনায় গত ১০ জুলাই বাগুইআটির ধীরাজ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১১ জুলাই তাদের বারাসত জেলা আদালতে পেশ করা হয়েছিল। তদন্তের জন্য পুলিস তাদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল। আদালত পাঁচদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেছে। ধীরাজকে জেরা করে তাঁর কাছ থেকে ৩২ লক্ষ ২০ হাজার টাকা, বেশ কিছু সোনার গয়না, একটি ম্যাকবুক, দু’টি আইফোন সহ চারটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)