• যান চলাচলের চাপে সংস্কারের কাজই সম্পূর্ণ করা গেল না ভিআইপি রোডে, লক্ষ্যমাত্রার মাত্র এক তৃতীয়াংশে বসল কংক্রিট ব্লক
    বর্তমান | ১৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: তিন রাত, দু’দিন—একটানা সংস্কারের কাজ চলার কথা ছিল ভিআইপি রোডে। এর জন্য মোতায়েন করা হয়েছিল বাড়তি ট্রাফিক পুলিসও। কিন্তু রাস্তা আংশিক বন্ধ রাখার ফলে গাড়ির অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। যানজট সামাল দিতে কিছু সময় কাজ বন্ধও রাখতে হয়। ফলে কৈখালি এলাকায় ভিআইপি রোডের উল্টোডাঙামুখী লেনে ১৮০ মিটার অংশে কংক্রিট ব্লক (পেভার ব্লকের মতো) বসানোর কথা থাকলেও বসল মাত্র ৬০ মিটার। অর্থাৎ, লক্ষ্যমাত্রার এক তৃতীয়াংশ কাজ করা সম্ভব হয়েছে। পূর্তদপ্তরের দাবি, ফের কোনও উইকএন্ড ধরে বাকি অংশের কাজ হবে। প্রয়োজনে বাকি অংশে পেভার ব্লক বসানো হবে আরও দু’দফায়।

    কলকাতার সঙ্গে শহরতলির একটা বড় অংশের যোগাযোগের অন্যতম মাধ্যম এই ভিআইপি রোড। এই গুরুত্বপূর্ণ রাস্তায় সারা বছরই গাড়ির চাপ থাকে। ভিআইপি রোড দিয়েই বহু মানুষ কলকাতা বিমানবন্দরে যাতায়াত করেন। ভিভিআইপি মুভমেন্ট লেগে থাকে প্রায়শই। এয়ারপোর্ট-১ নম্বর গেট পেরিয়ে উল্টোডাঙাগামী লেনের যেখানে মেট্রোর আন্ডারগ্রাউন্ডের কাজ চলছে, সেখান থেকে কৈখালি হজ হাউস পর্যন্ত রাস্তার বেহাল হয়ে পড়েছিল। খারাপ হয়ে যাওয়া অংশের দৈর্ঘ্য প্রায় ১৮০ মিটার। খানাখন্দ তৈরি হওয়ায় বৃষ্টির জলে সমস্যা আরও বেড়ে যায়। এই অবস্থায় পূর্তদপ্তর ১৮০ মিটার অংশে খানাখন্দ মসৃণ করে কংক্রিট ব্লক বসানোর সিদ্ধান্ত নেয়। 

    পুলিস ও পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, কাজ শুরুর আগে বিধাননগর ট্রাফিক পুলিসের সঙ্গে বৈঠক করা হয়। তারপর বিধাননগর কমিশনারেট থেকে বিজ্ঞপ্তিও দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল, রাস্তা আংশিক বন্ধ করে ১১ জুলাই শুক্রবার রাত ১০টা থেকে ১৪ জুলাই সোমবার সকাল ৭টা পর্যন্ত টানা কাজ হবে। ওই তিন রাত এবং দু’দিন উল্টোডাঙামুখী লেন আংশিক বন্ধ থাকার কথা ছিল। শুক্রবার রাত ১০টা থেকে সেই মতো কাজ শুরু হয়। কিন্তু শনিবার অতিরিক্ত গাড়ির চাপে যানজট মাত্রাছাড়া হয়ে পড়ে। একটা সময় কিছুক্ষণের জন্য রাস্তার কাজ বন্ধ রেখে যান চলাচল চালু করা হয়। ব্যাহত হয় কাজ। তবে রবিবার তেমন যানজট হয়নি। সোমবার সকাল থেকে রাস্তা পুরো খুলে দেওয়া হয়।

    পূর্তদপ্তরের এক আধিকারিক বলেন, ‘আমরা ভেবেছিলাম, ১৮০ মিটারের কাজই হয়ে যাবে। কিন্তু শনিবার অনেক দূর পর্যন্ত গাড়ির লাইন পড়ে গিয়েছিল। তাই মোট ৬০ মিটার অংশে ব্লক বসানোর কাজ করা গিয়েছে। ফের কোনও উইকএন্ডে বাকি অংশের কাজ করা হবে।’ 
  • Link to this news (বর্তমান)