নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ছাত্রকে স্টাফরুমে ডেকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে সোনারপুরের রামকমল বিদ্যাপীঠে। এই নিয়ে রবিবার সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রের বাবা।
জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই পড়ুয়ার পিঠে, হাতে কালশিটে দাগ পড়ে গিয়েছে। অভিযোগকারীর বাবার দাবি, বিনা কারণে তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। তবে এনিয়ে স্কুলের তরফ কোনও বক্তব্য মেলেনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস জানতে পারে যে, ছাত্রটি ওই শিক্ষককে কটূক্তি করেছিল। তাই তাকে মারধর করা হয়েছে।