• পাচারের আগেই হরিণঘাটা থেকে উদ্ধার তক্ষক, ধৃত
    বর্তমান | ১৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: পাচার হওয়ার আগে হরিণঘাটার বামনপাড়া এলাকা থেকে সোমবার উদ্ধার হল বিরল প্রজাতির তক্ষক। পুলিস জানিয়েছে, যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৬০ লক্ষ টাকা। এই ঘটনায় খোকন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে তক্ষকটি। এদিন সেটি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। গোপন সূত্রে পুলিস খবর পায়, খোকন পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে একটি তক্ষককে নিয়ে এসে একটি বাড়িতে রেখেছে। এই খবর পাওয়া মাত্র পুলিস খোকনকে থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরপর খোকনের এক সহযোগীর বাড়ি থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। খোকনকে গ্রেপ্তারের পাশাপাশি এই পাচার চক্রে আর কারা কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)