• বকখালিতে সমুদ্রে নেমে মৃত্যু যুবকের
    বর্তমান | ১৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: বকখালিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক গাড়ি চালকের। মৃতের নাম ইমতাজুল আরসিন (২৪)। বাড়ি বারুইপুর সংলগ্ন মল্লিকপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার একটি ছোট গাড়ি ভাড়া করে তিনজন পর্যটক বকখালি ঘুরতে এসেছিলেন। ওই গাড়ির চালক ছিলেন ইমতাজুল। রবিবার বিকেল নাগাদ তাঁরা সবাই সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। সেই সময় ভাটা চলছিল। বেশ কিছুক্ষণ পর জোয়ারের জল বাড়তে থাকে। তখনই সমুদ্র থেকে উপরে উঠে আসেন সকলে। কিন্তু স্রোতের টানে গাড়ির চালক ইমতাজুল সমুদ্রে তলিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। সোমবার সকাল থেকে যুবকের খোঁজে পুলিস প্রশাসন আবার সমুদ্রে তল্লাশি শুরু করে। শেষ পর্যন্ত দুপুর নাগাদ নামখানা থানার পাতিবুনিয়ার দুয়ের ভেরির সমুদ্র লাগোয়া এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    এবিষয়ে ইমতাজুলের বন্ধু মুফাসিফ আসিফ জানান, সবাই যখন উপরে উঠে আসছিল সেই সময় তাঁদের এক বন্ধু সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল। কোনওরকম সবাই মিলে তাঁকে হাত ধরে টেনে নিয়ে উপরে তোলে। এরপরই তাঁরা পিছনে ঘুরে দেখেন, ইমতাজুল নেই। তৎক্ষণাৎ পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে তল্লাশি শুরু করে।
  • Link to this news (বর্তমান)