সন্তানের শুভকামনায় দেড় হাজার কিমি দণ্ডি, কেদারনাথের পথে এগচ্ছেন বাদুড়িয়ার শম্ভু
বর্তমান | ১৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দু’বার সন্তান হারানোর পর দিশাহীন হয়ে পড়েছিলেন। তৃতীয় সন্তান জন্মের আগে শিব ঠাকুরের কাছে মানত করেছিলেন, সন্তান যদি সুস্থ থাকে তাহলে দণ্ডি কেটে পৌঁছে যাবেন কেদারনাথ। পুজো দেবেন। তাঁর তৃতীয় সন্তান সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করেছে। এবার মানত পূরণে ১ হাজার ৬০০ কিলোমিটার পথ দণ্ডি কেটে চলছেন সন্তানের বাবা।
বাদুড়িয়ার শম্ভু কাহার বৃহস্পতিবার যাত্রা শুরু করেছেন। কষ্টসাধ্য মানত পূরণে একজন মানুষ বুকে ভর দিয়ে পাড়ি দেবেন দেড় হাজার কিমি পথ! সে দৃশ্য দেখতে মছলন্দপুর, হাবড়া, অশোকনগরে জমে গিয়েছে ভিড়। কেউ এসে এই পুণ্যার্থীকে প্রণাম করছেন। অনেকে ফল ও দক্ষিণা তুলে দিচ্ছেন হাতে। রীতিমতো একজন সাধুর মতো মর্যাদা পাচ্ছেন শম্ভু।
সোমবার বুকে হেঁটে পৌঁছেছেন মছলন্দপুরের নকপুলে। তাঁর হাতে সাড়ে তিনফুটের মতো একটি থার্মোকল। পিচের শক্ত রাস্তায় বুক আর পেট রক্ষা করতে সেটি পাতছেন। তাতে শুয়ে বুকে ভর দিয়ে দণ্ডি কেটে একটু এগচ্ছেন। আবার থার্মোকল তুলে পাতছেন রাস্তার সামনের অংশে। এভাবেই পৌঁছবেন কেদারনাথ। শম্ভুবাবুর বাড়িতে রয়েছেন মা, বাবা ও স্ত্রী। রয়েছে তিন বছরের সন্তান। তাঁর দণ্ডি কেটে কেদার যাত্রার সিদ্ধান্তে পরিবার আপত্তি করেছিল। তবে শেষপর্যন্ত মানত রক্ষায় স্বামীর সিদ্ধান্তে রাজি হন স্ত্রী। দণ্ডি কেটে কেদার পৌঁছতে মোটামুটি লাগতে পারে কয়েক বছর। শম্ভু বলেন, ‘আমি লক্ষ্যে অবিচল।’ পথে কোনও ক্লাব বা মন্দিরে বিশ্রাম নিচ্ছেন। খাচ্ছেন নিরামিষ। সঙ্গে রাখছেন তেষ্টার জল, পেট ভরানোর জন্য ফল। মানুষ বলছে, বাদুরিয়ার শম্ভু চলেছে কেদারনাথের শম্ভুর কাছে।
‘আমার দু’টো সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। তৃতীয় সুস্থ সন্তানের জন্য আমি মানত করেছিলাম শিবের কাছে। এখন সন্তানের বয়স তিনবছর। মানত পূরণে আমি চলেছি কেদারনাথ। যেতে দু’বছর লাগবে। কষ্ট হবে। তবে মহাদেবের আশীর্বাদে আর মানুষের ভালোবাসায় ঠিক পৌঁছে যাব’-বলেন শম্ভু। তাঁর বাবা সুনীলবাবু বলেন, ‘মহাদেবের কাছে সুস্থ সন্তানের মানত করেছিল ছেলে। বউমার পেটে আগেই দুই সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। তৃতীয়বার সুস্থ সন্তান হয়েছে। এভাবে বুকে হেঁটে কেদারনাথ যাওয়া তো মুখের কথা নয়। মহাদেব ছেলেকে ঠিক রক্ষা করবেন। ওর সঙ্গে ফোনে যোগাযোগ আছে।’ অশোকনগরের বাসিন্দা অনুপ রক্ষিত, শ্রাবণী পাল বলেন, ‘আমরা চাই শিবভক্ত শম্ভু সুস্থভাবে পৌঁছবে কেদারনাথ। সুস্থ অবস্থায় সন্তানের জন্য শিবের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরুক। সবাই সেই প্রার্থনা করছেন।’ নিজস্ব চিত্র