স্কুলের জমিতেই চলছিল গ্যারাজ, মাপজোখে অস্বস্তিতে সিপিএম নেতা
বর্তমান | ১৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুলের জায়গা দখল করে ব্যবসা ফেঁদে বসেছিলেন সিপিএম নেতা। মাপজোখ হতেই তা প্রমাণ হল। ঘটনাটি মধ্যমগ্রাম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র পল্লির। খুব দ্রুত স্কুলের জমি চিহ্নিত করে ম্যাপ প্রধান শিক্ষিকার হাতে তুলে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রাম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র পল্লিতে রয়েছে কবিগুরু শিক্ষা নিকেতন নামে প্রাইমারি স্কুল। দীর্ঘদিন ধরেই স্কুলের একাংশ জমি দখল করে সাইকেল ও বাইকের গ্যারাজ চালানোর অভিযোগ ওঠে স্থানীয় ‘প্রভাবশালী’ সিপিএম নেতা অরূপ বসু ওরফে কুরুর বিরুদ্ধে। ফলে, বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ প্রশ্নচিহ্নের মুখে পড়ে। এনিয়ে খবর প্রকাশিত হয় ‘বর্তমান’এ। তারপরেই স্কুল পরিদর্শন করেন স্কুল পরিদর্শক সোমা মণ্ডল। শুক্রবার জেলা প্রশাসনের নির্দেশে স্কুলের জমি মাপজোখ হয়। আর সিপিএম নেতা সরকারি স্কুলের একাংশ জমি দখল করে যে গ্যারাজ বানিয়েছিলেন তা পরিষ্কার হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী মণ্ডল বলেন, মাপজোখের পর দেখা গেল ক্লাসঘরের দেওয়ালের পর কিছুটা জমি রয়েছে স্কুলের। আর সেখানে গ্যারাজ আছে। স্কুলের জমি চিহ্নিত করে একটা ম্যাপ দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিদপ্তরের আধিকারিক। এই প্রসঙ্গে বারাসতের এসডিও সোমা দাস বলেন, স্কুলের জমি মাপজোখের রিপোর্ট হাতে আসার পর পদক্ষেপ নেওয়া হবে। এনিয়ে মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, জবরদখলের বিষয়টি জানার পরেই আমি মাপজোখের আবেদন করি। সরকারি স্কুলের জমি দখল করে ব্যবসা করা উচিত নয়। সিপিএম নেতা অরূপ বলেন, এসআই আমাকে বিষয়টি নিয়ে বলার পর ক্লাসঘরের পাশের জায়গা ছেড়ে দিয়েছি। সরকারি জায়গায় গ্যারাজ নেই। -নিজস্ব চিত্র