• ২২ কোটি ব্যয়ে টাকি রোড সম্প্রসারণ শুরু
    বর্তমান | ১৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলায় পূর্তদপ্তরের পক্ষ থেকে সাতটি রাস্তা নতুন করে তৈরি এবং সম্প্রসারণ করা হবে। পাশাপাশি একটি নতুন ব্রিজ তৈরির উদ্যোগও নিয়েছে দপ্তর। সম্প্রসারণের তালিকায় রয়েছে টাকি রোড। টেন্ডারের পর সেই কাজ শুরুও হয়ে গিয়েছে। জেলায় বিভিন্ন কারণে জনসংখ্যার চাপ এবং যানবহনের সংখ্যা বৃদ্ধির কারণে রাস্তা সম্প্রসারণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রসারণের আগে বিভিন্নভাবে রাস্তাগুলির সমীক্ষা করেছে জেলা প্রশাসন ও পূর্তদপ্তর।

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টাকি রোডে বেড়াচাঁপা থেকে বসিরহাটের ত্রিমোহিনী পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ হবে ২২ কোটি টাকায়। এই রাস্তা ছিল পাঁচ মিটার চওড়া। তা হবে সাত মিটার। সরকারিভাবে টেন্ডার হওয়ার পর কাজও শুরু করেছে বরাত পাওয়া ঠিকাদার। এ বিষয়ে সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, পূর্তদপ্তরের পক্ষ থেকে ৩১৭ কোটি টাকার রাস্তা তৈরি করা হবে বলে ঠিক হয়েছে। সেই মতো টেন্ডার প্রক্রিয়ার পর দেগঙ্গায় রাস্তা সম্প্রসারণ করছে দপ্তর।
  • Link to this news (বর্তমান)