হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে গেলেন বিএলআরও
বর্তমান | ১৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণ করা হয়েছে। উত্তর বারাকপুর পুরসভার সিদ্ধেশ্বরীতলার বাসিন্দারা এমন আবেদন করেছিলেন হাইকোর্টে। তাঁদের আবেদনে সাড়া দিয়ে অবৈধ ওই নির্মাণ ভেঙে পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের সেই নির্দেশ অনুসারে ৬০ দিনের মধ্যে বাড়ির মালিক পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারেননি। তাই সোমবার বিশাল পুলিস বাহিনী নিয়ে ওই নির্মাণ ভাঙতে যান বিএলআরও।
এদিকে, পুলিস বাহিনী যেতেই বাড়ির মালিক লোকনাথ দাস আবেদন করেন যে, তাঁকে কিছুদিন সময় দেওয়া হোক। কারণ হাইকোর্টের নোটিস তিনি অনেক দেরিতে পেয়েছেন। ফলে এই নির্দেশের উপর স্থগিতাদেশ আনার সময় পাননি। তাঁর বক্তব্য, সম্পূর্ণ বৈধভাবেই এই জমিতে আমি বাড়ি বানিয়েছি। সে কারণেই পরচা দেখে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আমাকে বাড়ি বানানার জন্য ঋণও দিয়েছে। পুরসভাও জলের সংযোগ সহ অন্যান্য পরিষেবা দিয়েছে। তার পরেও কেন আমার এই নির্মাণকে পুকুর ভরাট করে করা হয়েছে বলে বলা হচ্ছে, আমি বুঝতে পারছি না।
যদিও তার এই আবেদন প্রশাসনিক কর্তারা শুনতে চাননি। কেন না রায়ের উপর কোনও স্থগিতাদেশ তিনি দেখাতে পারেননি। বেশ কিছুক্ষণ এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাদানুবাদ চলে। বিএলআরও বলেন, আমাদের রেকর্ড অনুযায়ী এই জমিটি পুকুর হিসেবে চিহ্নিত রয়েছে। কাজেই হাইকোর্ট যে রায় দিয়েছে, সেই মতো এদিন আমরা এই অবৈধ নির্মাণ ভেঙে পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করতে এসেছিলাম। কিন্তু বাড়ির মালিকের বক্তব্য শুনে তা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে যেমন নির্দেশ আসবে, সেই মতো পদক্ষেপ করা হবে।