ধর্মঘটীদের উপর ‘হামলা’র প্রতিবাদ, স্মারকলিপি দিতে গিয়ে পুলিসের সঙ্গে ধুন্ধুমার বাধল সিপিএমের
বর্তমান | ১৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সিপিএমের স্মারকলিপি প্রদান কর্মসূচিকে ঘিরে সোমবার বিকেলে ধুন্ধুমার কাণ্ড ঘটল বারাকপুর পুলিস কমিশনারেটে। আন্দোলনকারীদের অভিযোগ, ৯ জুলাই ধর্মঘটীদের উপর পুলিস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আক্রমণ চালানো হয়। এদিন তার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। পাশাপাশি বারাকপুর শিল্পাঞ্চল ও দমদমে বন্ধ কলকারখানার জমি প্রোমোটারদের হাতে চলে যাওয়ারও প্রতিবাদ জানান তারা।
এই দাবিতে এদিন প্রথমে বারাকপুর স্টেশন চত্বরে জমায়েত করা হয়। সেখানে থেকে মিছিল চিড়িয়ামোড় হয়ে বিটি রোড ধরে বারাকপুর পুলিস কমিশনারের অফিসের কাছে পৌঁছয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সভা হয়। বক্তব্য পেশ করেন সিটুর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি সোমনাথ ভট্টাচার্য, সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়রা। এই মিছিল আটকাতে বারাকপুর পুলিস তিনটি ব্যারিকেড করেছিল। সিটুর কর্মী সমর্থক ও নেতৃত্ব প্রথম দু’টি ব্যারিকেড ভেঙে দিতেই পুলিসের সঙ্গে তাঁদের ধুন্ধুমার বেধে যায়। শেষে সাতজনের একটি প্রতিনিধিদল বারাকপুর পুলিস কমিশনার মুরলিধর শর্মার কাছে গিয়ে স্মারকলিপি জমা দেয়।