আবার নিম্নচাপ! দক্ষিণে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ উত্তরেও
দৈনিক স্টেটসম্যান | ১৫ জুলাই ২০২৫
গত সপ্তাহের শেষে বাংলা থেকে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার ফলে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কমেছিল। বিভিন্ন জেলাতেও একটানা বর্ষণ আর হয়নি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ উপকূলে আবার নিম্নচাপ তৈরি হতে পারে। তার ফলে দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি এখন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর রয়েছে। তার প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের উপর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এইসবের প্রভাবেই দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। ভারী বর্ষণ চলবে উত্তরবঙ্গেও।
সোমবারের মতো মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। সে কারণে ওইসব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায়। বুধবারও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। বেশি বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই ২৪ পরগনা ও দুই বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের আট জেলাতেও আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। সে কারণে আগামী ২৪ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।