আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ নৌবাহিনী। রবিবার গভীর রাতে মোংলা বন্দরের কাছাকাছি বঙ্গোপসাগরের এলাকায় তাদের আটক করা হয়েছে। নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে ছিল দুটি ভারতীয় ট্রলার ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’। কয়েক দিন আগেই ট্রলার দুটি কাকদ্বীপ থেকে সমুদ্রে পাড়ি দিয়েছিল।
সোমবার রাতে নিউ ইয়র্ক সিটি এবং উত্তর নিউ জার্সিতে আচমকা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিউ জার্সির গর্ভনর ফিল মারফি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে সকলকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জ-এ এলো বোমা হামলার হুমকি। RDX রাখা আছে বিল্ডিংয়ে বলে পাঠানো হয়েছে ই-মেল। জানা গিয়েছে, ‘কমরেড পিনারাই বিজয়ন’ নামে একটি আইডি থেকে তাদের মেল করা হয়েছে।
হিমাচল প্রদেশের ধরমশালায় প্যারাগ্লাইডার ভেঙে মৃত্যু এক পর্যটকের। মৃতের নাম সতীশ রাজেশ (২৭)। তিনি গুজরাটের বাসিন্দা। এ ছাড়াও আহত প্যারাগ্লাইডারের পাইলট সুরজ। রবিবারের ঘটনা।
অপেক্ষার অবসান। এ বার ভারতেই মিলবে টেসলা গাড়ি। ভারতে টেসলার দু’টি অত্যাধুনিক মডেল এনেছে এলন মাস্কের সংস্থা।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার তিনি চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে দেখা করেন। তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে যোগ দেওয়ার জন্য চিনে গিয়েছেন এস জয়শঙ্কর।
২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের মহাসমাবেশের মঞ্চ তৈরির আগে আজ খুঁটি পুজো হবে। মঙ্গলবার এই কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার-সহ আরও অনেকে।
১৮ দিন মহাকাশে কাটিয়ে সোমবার বিকেলেই আন্তর্জাতিক স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছেন শুভাংশু শুক্লা-সহ চার মহাকাশচারী। আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশ ডাউন করবে শুভাংশুদের ক্যাপসুল।
আজ কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।