কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে আজ, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা ও নদীয়া জেলায় জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা। এছাড়া দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও।পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর ওড়িশা উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরের উপর রবিবার রাতে নিম্নচাপ তৈরি হয়। গতকাল সেটি শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের উপর গভীর নিম্নচাপে পরিণত হয়। সেটি কলকাতা থেকে ৭০ কিমি উত্তরে এবং বর্ধমান থেকে ৫০ কিমি পূর্বে অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে এগচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে যাবে। যার পরে রাজ্যে কমবে বৃষ্টির দাপট।পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। গতকাল সকাল সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় গড়ে বৃষ্টিপাত হয়েছে ৫.৭ মিলিমিটার।