• বাংলার শ্রমিকদের আটক মামলার শুনানি বুধবার
    দৈনিক স্টেটসম্যান | ১৫ জুলাই ২০২৫
  • ওড়িশা ও দিল্লিতে আটক বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে কলকাতা হাইকোর্টে দুটি মামলা হয়েছিল। আগামী বুধবার দুই মামলারই এক সঙ্গে শুনানি হবে হাইকোর্টে। ওড়িশায় বাংলার শ্রমিকদের আটকে রাখা হয়েছে এই অভিযোগে হাইকোর্টে হিবিয়াস কর্পাস মামলা দায়ের হয়। শ্রমিকদের আটকে রাখা নিয়ে বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ একাধিক প্রশ্ন তোলে। পরে দিল্লিতে বীরভূমের ৬ পরিযায়ী শ্রমিককে আটকে রেখে হেনস্থার অভিযোগে হাইকোর্টে মামলা হয়। বুধবার দুটি মামলারই শুনানি হতে চলেছে।

    কয়েকদিন আগে মালদহ, মুর্শিদাবাদ এবং বীরভূমের কয়েকজন বাসিন্দা ওড়িশায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সেখানে তাঁদের আটকে রেখে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের যোগাযোগও করতে দেওয়া হয়নি। এরপরই আদালতের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। পরে অবশ্য আটক শ্রমিকদের মধ্যে বেশিরভাগই রাজ্যে ফিরে আসেন। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? কিসের ভিত্তিতে আটক করা হয়েছে? কোনও এফআইআর দায়ের হয়েছে কি না? আটক করার পরে ওই পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? এখন তাঁরা কোথায় আছেন?
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)