কোচবিহারে তৃণমূল শিক্ষা সেলের নেতার বাড়িতে আয়কর হানা! ১৯ ঘণ্টা জেরা, তল্লাশির পর বেরোলেন আধিকারিকেরা
আনন্দবাজার | ১৫ জুলাই ২০২৫
কোচবিহারে তৃণমূল শিক্ষা সেলের নেতার বাড়িতে আয়কর হানা। ওই শিক্ষকনেতার নাম জয়দেব আর্য। তিনি কোচবিহারের তুফানগঞ্জ টাউন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সোমবার দুপুরে তাঁর বাড়িতে যান আয়কর দফতরের আধিকারিকেরা। তার পর প্রায় ১৯ ঘণ্টা ধরে জেরা এবং তল্লাশি অভিযানের পর মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বেরিয়ে যান তাঁরা।
তবে শিক্ষকনেতার বাড়ি থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের সামনে কিছু জানাননি আয়কর আধিকারিকেরা। প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক জয়দেবের দাবি, তাঁর মোবাইল এবং মেল হ্যাক করে বহু টাকা আদানপ্রদান করা হয়েছে। সেই কারণেই আয়কর আধিকারিকেরা তাঁর বাড়িতে এসেছিলেন বলে দাবি তাঁর। রাতভর চেষ্টা চালিয়ে হ্যাকারদের হদিস পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন জয়দেব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়দেবের মা কয়েক দিন আগে মারা গিয়েছেন। সেই সূত্রেই সম্প্রতি তিনি তাঁর পুরনো বাড়িতে এসেছেন। সোমবার আয়কর দফতরের আধিকারিকেরা প্রথমে জয়দেবের দাদা জগদীশ আর্যর বাড়ি যান। সেখান থেকে জয়দেবকে নিয়ে তাঁরা যান শিক্ষকনেতার আরও একটি বাড়িতে। তুফানগঞ্জ পুরসভার এক নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার ওই বাড়িতেই তল্লাশি অভিযান চলে।
তবে কী কারণে এই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ, তা এখনও স্পষ্ট নয়। তবে ১৯ ঘণ্টা ধরে আয়কর তল্লাশি চলায় কৌতূহল তৈরি হয় স্থানীয়দের মনে। অনেকেই ভিড় জমান জয়দেবের বাড়ির সামনে।