• ক্যাচ ফস্কানো থেকে ৬৩ অতিরিক্ত রান! লর্ডসে কোথায় হারল ভারত? স্টোকসের সঙ্গে মিলে গেল গাওস্করের সুর
    আনন্দবাজার | ১৫ জুলাই ২০২৫
  • লর্ডসে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পর ভারতীয় সমর্থকেরা আশা করছিলেন, সিরিজ়ে এগিয়ে যাবেন শুভমন গিলেরা। কিন্তু ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস সেই আশা শেষ করে দিয়েছে। সোমবার টেস্টে পঞ্চম দিন ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরেছে ভারত। অথচ ম্যাচের একটা বড় সময় দাপট ছিল ভারতেরই। কোথায় ঘুরে গেল খেলা? কোথায় হারলেন শুভমন গিলেরা?

    ভারতের হাত থেকে খেলা ঘুরে যাওয়ার নেপথ্যে সবচেয়ে বড় কারণ হিসাবে উঠে আসছে ঋষভ পন্থের রান আউট। ভারতের প্রথম ইনিংসে লোকেশ রাহুল ও পন্থের মধ্যে ১৪১ রানের জুটি হয়েছিল। তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির আগে শতরানের জন্য রাহুলকে স্ট্রাইকে আনার চেষ্টা করেন পন্থ। দ্রুত সিঙ্গল নিতে গিয়ে রান আউট হন তিনি। ৭৮ রানের মাথায় পন্থের রান আউট খেলা ঘুরিয়ে দেয় বলেই মনে করেন সুনীল গাওস্কর।

    খেলা শেষে গাওস্কর বলেন, “পন্থের আউটটাই খেলা ঘুরিয়ে দিল। দু’জনেই ভাল খেলছিল। দেখে মনে হচ্ছিল না কোনও সমস্যা হচ্ছে। রাহুল নিজের সময় নিয়ে খেলছিল। অন্য দিকে পন্থ আক্রমণাত্মক ব্যাট করছিল। ইংল্যান্ড চাপে পড়ে গিয়েছিল। পন্থের উইকেট ওদের খেলায় ফিরিয়ে দিল।”

    গাওস্করের মতে, প্রথম ইনিংসে ভারত অনেক বেশি লিড নিতে পারত। তা হলে চতুর্থ ইনিংসে অনেক কম রান তাড়া করতে হত শুভমনদেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “ওরা যে ভাবে খেলছিল, তাতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ১০০ রানও বেশি করতে পারত ভারত। তা হলে শেষ দিন এই চাপটাই পড়ত না। কিন্তু ভারত এক রানও লিড নিতে পারল না। ফলে পঞ্চম দিন এই উইকেটে চাপে পড়ে হারতে হল।”

    ম্যাচ শেষে একই কথা শোনা গিয়েছে ইংল্যান্ডের অধিনায়ক স্টোকসের গলাতেও। তিনিও জানিয়েছেন, পন্থের রান আউট তাঁদের খেলায় ফিরিয়েছে। স্টোসকই সরাসরি থ্রোয়ে রান আউট করেন পন্থকে। তবে শুধু পন্থের রান আউট নয়, লর্ডসে ভারতের হারের নেপথ্যে আরও কয়েকটা কারণ উঠে আসছে।

    রাহুলের ক্যাচ ফস্কানো

    ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ রানের মাথায় জেমি স্মিথের সহজ ক্যাচ ছাড়েন রাহুল। স্মিথ করেন ৫১ রান। ব্রাইডন কার্সের সঙ্গে জুটি বাঁধেন তিনি। স্মিথ থাকায় সুবিধা হয় কার্সেরও। তিনি ৫৬ রান করেন। ২৭১ রানে ৭ উইকেট থেকে ৩৮৭ রান করে ইংল্যান্ড। অর্থাৎ, শেষ ৩ উইকেটে আরও ১১৬ রান করে তারা। সেই সময় রাহুল ক্যাচ ধরতে পারলে ৩০০ রানের মধ্যে ইংল্যান্ডকে অল আউট করতে পারত ভারত। তা হলেই প্রথম ইনিংসে বড় লিড নিতে পারত তারা।

    অতিরিক্ত ৬৩ রান

    লর্ডসে দুই ইনিংস মিলিয়ে অতিরিক্ত হিসাবে ৬৩ রান দিয়েছে ভারত। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ৩২ রান অতিরিক্ত দেন শুভমনেরা। তার মধ্যে ২৫ রান বাই হিসাবে দেন উইকেটরক্ষক ধ্রুব জুরেল। ১৯২ রানের ইনিংসে ৩২ রান অতিরিক্ত দেওয়া অপরাধ। এত রান না দিলে ভারতের সামনে লক্ষ্য অনেক কম হত। ভারত হেরেছে ২২ রানে। তার থেকেও ১০ রান বেশি অতিরিক্ত হিসাবে দিয়েছে ভারত। এটা ভারতের হারের একটা বড় কারণ।

    যশস্বী, শুভমনের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং

    ১৯৩ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হওয়া দরকার ছিল ভারতের। কিন্তু শূন্য রানে ফেরেন যশস্বী। বাজে শট খেলে আউট হন তিনি। শুভমনও শুরু থেকে তাড়াহুড়ো করছিলেন। ভারতের এই দুই ব্যাটার আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে উইকেট দেন। কিন্তু সেই সময় সেটা দরকার ছিল না। ঠান্ডা মাথায় ধীরে ধীরে খেললেই হত। দুই ব্যাটারের এই দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং ভারতের হারের বড় কারণ।
  • Link to this news (আনন্দবাজার)