• ট্রেনের কোচ কারখানা সম্প্রসারণে হিন্দমোটরে জমি দিল রাজ্য সরকার
    বর্তমান | ১৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রোরেল এবং বন্দে ভারতের কোচ তৈরির জন্য রাজ্য সরকার হিন্দমোটর কারখানা ও সংলগ্ন এলাকায় মোট ৪০.০০৯ একর জমি দিল টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডকে (পূর্বতন টিটাগড় ওয়াগন)। এই জমি তাদের বর্তমান ইউনিটের সম্প্রসারণের কাজে লাগাবে কোচ নির্মাণকারী সংস্থাটি। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে হুগলির উত্তরপাড়া থানার কোতরং এবং ভবানীপুর মৌজায় অবস্থিত এই জমি ৯৯ বছরের জন্য লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ২০১৪ সালের ২৪ মে হিন্দমোটরে ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিস ঝুলিয়ে দেয় হিন্দুস্তান মোটর কোম্পানি। অ্যাম্বাসাডর প্রস্তুতকারক ওই সংস্থা বন্ধ হওয়ায় কাজ হারান প্রায় ২৭০০ কর্মী। সেই জমিই কোচ তৈরির কারখানার জন্য তুলে দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, সিঙ্গুর আন্দোলন চলাকালীন বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প স্থাপনের পক্ষে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে সরকারে আসার পর থেকেই এনিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করে তাঁর সরকার। একাধিক ক্ষেত্রে এই নীতি শিল্প স্থাপনের ক্ষেত্রে সাফল্য এনে দেয়। এবার একই মডেল হিন্দমোটরেও সফল হতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

    এছাড়া, শিল্পোন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্পের জন্য এদিন জমি হস্তান্তরের ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এদিনই নীতি আয়োগের ‘সামারি রিপোর্ট ফর দি স্টেট অব ওয়েস্ট বেঙ্গল’ –এর তথ্য তুলে ধরে রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় ৩০ শতাংশ কমেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর ফলে আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের তথ্যও তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লিখেছেন, ‘ধারাবাহিকভাবে সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজের ফলেই আজ বাংলার এই সাফল্য। এই কাজের সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা।’

    নবান্ন সূত্রে জানা গিয়েছে, কোচ ফ্যাক্টরির সম্প্রসারণের জন্য জমি দেওয়ার পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম সহ কয়েকটি শিল্প সংস্থাকে জমি হস্তান্তরে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। তথ্য প্রযুক্তি, সিমেন্ট, পলিপ্যাক সহ বিভিন্ন ইউনিট স্থাপনের জন্য জমি দেওযার সিদ্ধান্ত হয়েছে। পুরুলিয়ার দীঘা মৌজায় সিমেন্ট কারখানার জন্য জমি দিয়েছে রাজ্য। মুর্শিদাবাদের ডোমকল এবং বাঁকুড়ার ওন্দায় বিদ্যুৎ সাব-স্টেশন তৈরির জন্য জমি দেওয়া হয়েছে। শিল্প পার্ক তৈরির জন্য পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানার অন্তর্গত ২০৫.০১ একর সরকারি খাস জমি রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে হস্তান্তরে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে ১৫৮.৬২ একর মঙ্গলপুর মৌজায়, ৪৪.৮০ একর রোনাই মৌজায় এবং ১.৫৯ একর জমি রয়েছে ভক্তারনগর মৌজায়। এদিন মন্ত্রিসভার বৈঠকের পরই অসুস্থ হয়ে পড়েন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন চিকিৎসকরা।
  • Link to this news (বর্তমান)