• উত্তর হাওড়ার কিংস রোডে ফাটল, বন্ধ যানবাহন
    এই সময় | ১৫ জুলাই ২০২৫
  • এই সময়, হাওড়া: টানা বৃষ্টিতে হাওড়া শহরের বেশিরভাগ রাস্তা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই বড়সড় ফাটল দেখা গেল উত্তর হাওড়ার কিংস রোডে। তিন নম্বর কিংস রোডের কাছে এই রাস্তার নীচ দিয়েই একটি নিকাশি নালা গিয়েছে।

    সেখানেই বেশ কিছুটা অংশ ধসে গিয়ে বড়সড় গর্ত তৈরি হয় রবিবার রাতে। এর ফলে যান চলাচল বন্ধ করে দিতে হয়। সোমবার সকালে ঘটনাস্থলে যান উত্তর বিধায়ক গৌতম চৌধুরী। তিনি বিষয়টি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

    উত্তর হাওড়ার বিজেপি নেতা ওমেশ রাই বলেন, ‘ওই রাস্তাটি বছর দুয়েক আগে দেড় কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল। এখন ভেঙে পড়ার পরে দেখা যাচ্ছে, রাস্তার নীচে কোনও মাটি নেই। উপরে শুধুমাত্র পিচের আস্তরণ ছিল। সেটি ধসে যায়।’

    হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, রাস্তার একাংশ ভেঙে পড়ার খবর পেয়ে পুরসভার ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং তাঁরা মেরামতির কাজ শুরু করেছেন।

    যে হেতু ওই রাস্তার নীচ দিয়ে নিকাশি নালা গিয়েছে, তাই দ্রুত সেই রাস্তা সারানো হচ্ছে, যাতে নিকাশি কোনও ভাবে বাধা না পায় এবং যান চলাচল স্বাভাবিক করা যায়।

  • Link to this news (এই সময়)