• সকাল থেকে প্রবল বৃষ্টি কলকাতায়, কিছুক্ষণেই আরও বাড়বে দুর্যোগ! টানা তিন দিন ৫ জেলায় ভারী বৃষ্টি, ১৫ জেলায় হলুদ সতর্কতা!...
    আজকাল | ১৫ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই। সোমবারেই হাওয়া অফিস জানিয়েছিল আগামী চব্বিশ ঘণ্টায় তুমুল বৃষ্টি হবে রাজ্যের জেলায় জেলায়। সেই পূর্বাভাস মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে, মঙ্গলবারের সকালের আবহাওয়াই তার প্রমাণ। সোমবার রাত থেকেই ক্রমে খারাপ হতে থাকে আবহাওয়া। মঙ্গলবার সকাল থেকেই তুমুল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বেশকিছু জেলায় বৃষ্টির পরিমাণ তুলনায় কিছুটা কম হলেও, আকাশ কালো। হাওয়া অফিস মঙ্গলবার সকালে জানিয়েছে, দিনের প্রথমভাগেই তুমুল ঝড়-জল হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া জেলায়। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।

    কেবল মঙ্গলবারই নয়, ১৫ জুলাই অর্থাৎ মঙ্গলবার থেকে ১৭ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ১৫ জেলায় হলুদ সতর্কতার কথা জানিয়েছে মৌসম ভবন। তালিকায়-কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। ১৭ জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে দোসর হবে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।

    আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগে কলেজেই গায়ে আগুন, ঝলসে গিয়েছিল গোটা শরীর, মৃত্যু ওড়িশার তরুণীর

    টানা বর্ষণে শাক-সবজির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বেশকিছু জায়গা জলমগ্ন হওয়ার প্রবল সম্ভাবনা। অন্যদিকে উপকূলের দুর্যোগের কারণে আগামী পাঁচদিন মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

    মঙ্গল-বুধ ঝড় জলের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ১৫ এবং ১৬ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা। মাঝে ১৭ এবং ১৮ জুলাই বৃষ্টি কিছুটা কম থাকবে। পরে আবার ১৯-২০ জুলাই উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।এই সময় পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন।

    জুলাইয়ের শুরু থেকেই কী কারণে টানা দুর্যোগ বঙ্গে? তার কারণ জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যের জেলায় জেলায় টানা দুর্যোগের কারণ হিসেবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন অঞ্চলের উপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি সোমবার একটি স্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে নিম্নচাপটি কলকাতা থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বর্ধমান থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপটি ধীরে ধীরে  পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ সরতে না সরতেই, বঙ্গোপসাগরে আরও এক নিম্নচাপের চোখ রাঙানি। তার জেরেই বিশেষত দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ। 

    হাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গাঙ্গেয় বৃষ্টির দাপট বাড়বে আগামী কয়েকদিনে। উত্তর ছত্তিসগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দু’টি ঘূর্ণাবর্তের অবস্থান বর্তমানে। যার কারণে ফের দুর্যোগের ঘনঘটা বাংলায়।  নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে। 

    জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত একটানা বৃষ্টির কবলেউত্তর থেকে দক্ষিণবঙ্গ। একাধিক জেলায় চরম ভোগান্তির চিত্র প্রকাশ্যে এসেছে দিনে দিনে। গত সপ্তাহান্তে রোদের দেখা পাওয়া গিয়েছিল। দু'দিন যেতে না যেতেই আবারও দুর্যোগের শুরু। রবিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়।
  • Link to this news (আজকাল)