• খিদিরপুর 'বউবাজার' হবে না তো? মেট্রো নিয়ে ফিরহাদের আশঙ্কা
    আজ তক | ১৫ জুলাই ২০২৫
  • টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার নানা রাস্তা। নিকাশি ব্যবস্থার ত্রুটি নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, আগের তুলনায় শহরের নিকাশি ব্যবস্থা অনেক উন্নত। তিনি বলেন, 'এখন বৃষ্টি হলেও জল দাঁড়াচ্ছে না, অতিবৃষ্টিতেও দ্রুত জল সরছে।'

    উদাহরণ হিসেবে তিনি পাতিপুকুরের আন্ডারপাসের কথা টানেন। বলেন, 'বর্ষাকালে এক কোমর জল জমে যেত, এবারে সেই চেনা ছবি দেখা যায়নি। সারা কলকাতায় ডিসিলটিং করা হয়েছে, তাই ২০ মিলিমিটার প্রতি ঘন্টায় বৃষ্টি হলেও জল সরে যাচ্ছে।' তবে কিছু এলাকায় জল জমার কারণ হিসেবে তিনি অতিবৃষ্টিকে দায়ী করেছেন। বলেছেন,' ২০০–৩০০ মিলিমিটার বৃষ্টি হলেও ৫–৬ ঘণ্টার মধ্যেই শহর জলমুক্ত হচ্ছে।'

    বেহালা ও ঠাকুরপুকুরের মতো সম্প্রসারিত এলাকায় পরিকাঠামো এখনও সম্পূর্ণ গড়ে ওঠেনি, স্বীকার করলেন মেয়র। বলেন, 'এই এলাকাগুলিতেও কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে আর সমস্যা থাকবে না।' টানা বৃষ্টিতে শহরের একাধিক রাস্তার খোয়া উঠে যাওয়া ও গর্ত তৈরি হওয়া নিয়ে মেয়রের ব্যাখ্যা, 'কলকাতার রাস্তার অবস্থা খুব খারাপ নয়। আমরা যদি তিন-চার দিনের ড্রাই স্পেল পাই, তাহলে সব মেরামত হয়ে যাবে।'

    তিনি আরও বলেন, 'রাস্তার নিচে গঙ্গার মাটি রয়েছে, বর্ষাকালে তা দুর্বল হয়ে যায়, তলা বসে যায়, তাই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। এটা নতুন কিছু নয়। আবার নিচে ইউটিলিটি লাইন রয়েছে, তাই সব জায়গায় ঢালাই দেওয়া সম্ভব নয়। সম্প্রতি শহরে এক হাজার মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।'

    খিদিরপুরে মেট্রোর টানেল বোরিং নিয়ে ফের আশঙ্কা ঘিরে প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'এটা আমাদের বিষয় নয়, মেট্রো কর্তৃপক্ষকেই দেখতে হবে। ওদের ইঞ্জিনিয়ারদের আরও সতর্ক হতে হবে, কারণ ওই এলাকায় বহু পুরনো ও হেরিটেজ বাড়ি রয়েছে।' বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ি নিয়ে তিনি বলেন,  'মেট্রো রিবিল্ডিং-এর প্রস্তাব দিয়েছে। আমরা তাতে সম্মতি দিয়েছি।'

     
  • Link to this news (আজ তক)