ফের লাখের দোরগোড়ায় পৌঁছেছে পাকা সোনা। ৯৯ হাজারের গণ্ডি পেরোল ২৪ ক্যারেট সোনা। তবে খানিকটা স্বস্তি দিয়েছে ২২ ক্যারেট সোনায়। মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম লাখ ছুঁলেও ২২ ক্যারেট সোনা এখনও নাগালের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, ডলারের দুর্বলতা এবং নিরাপদ বিকল্পের প্রতি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে ক্রমাগত সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। কলকাতায় আজ সোনার দাম কত? জানুন।
আজ কলকাতায় সোনার দাম কত?
নজির গড়ে আগেও লাখ ছুঁয়েছিল ২৪ ক্যারেট সোনা। তবে যে হারে সোনার দাম বাড়ছে তাতে আগামী বছরের মধ্য়ে দেড় লক্ষ টাকা ছাড়াতে পারে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই এই শেষ সময়। এখনই সোনায় বিনিয়োগ না করলে আরও মূল্যবান হবে। আজ ১৫ জুলাই মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রামে ৯,৯৭৭ টাকা। ২২ ক্যারেটের দাম প্রতি গ্রামে ৯,১৪৫ টাকা। ১৮ গ্রাম সোনার দাম প্রতি গ্রামে ৭,৪৮৩ টাকা। গতকালের থেকে ১০০ টাকা কমেছে সোনার দাম।
কেন এত দাম বাড়ছে সোনার?
বিশেষজ্ঞরা মনে করেন, আমেরিকার অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের দুর্বলতা, বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সোনা ও রুপোর দাম ক্রমাগত বাড়ছে। এছাড়াও, দেশের গয়না খাতেও চাহিদা রয়েছে, যে কারণে দাম বাড়ছে। দাম যতই বাড়ুক ক্রেতারা সোনা কিনছে।
বিনিয়োগকারীদের জন্য পরামর্শ
সোনা ও রুপোর দাম আপাতত নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবেই থাকবে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিনিয়োগকারীদের সাবধানতার সঙ্গে এগিয়ে যাওয়া উচিত।