নিম্নচাপের প্রভাব কেটে কবে থেকে আবহাওয়ার উন্নতি? লেটেস্ট পূর্বাভাস
আজ তক | ১৫ জুলাই ২০২৫
টানা বৃষ্টি চলছে শহর কলকাতায়। সোমবারের মতো মঙ্গলবারও তিলোত্তমার দিন শুরু হয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টি দিয়েই। হাওয়া অফিস জানাচ্ছে, গভীর নিম্নচাপের জেরে আজও মুষলধারে বৃষ্টিপাত চলতে পারে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ছয় জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। বাদ পড়বে না মুর্শিদাবাদ ও দুই বর্ধমানও। আগামী দিনগুলিতে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয় যাক সেই আপডেট।
নিম্নচাপের প্রভাব
ফের ঘনীভূত হয়েছে নিম্নচাপ। ফলে সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ৷ কখনও তা হালকা থেকে মাঝারি আবার কখনও ভারী থেকে অতিভারী। হাওয়া অফিস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ রয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানে রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর আছ মৌসুমী অক্ষরেখা। এর ফলে এই মরশুমে প্রথম মৌসুমী নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে আজ, মঙ্গলবার ভারী বৃষ্টি হবে রাজ্যে। এর প্রভাবেই মঙ্গলবার সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন দুই ২৪ পরগনা, হাওড়া হুগলি, পূর্ব বর্ধমানে এবং পূর্ব মেদিনীপুরে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে ৷ আকাশ ঘন কালো মেঘে ঢাকা। নিচু অঞ্চলে জল জমে গিয়েছে ৷ সকাল থেকেই বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, নিম্নচাপটি ধীরে ধীরে সরছে ঝাড়়খণ্ডের দিকে। ফলত, ঝাড়়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে বাড়বে বৃষ্টি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবারও কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে ৷ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে। বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলে বৃষ্টির পরিমাণ কমবে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
নিম্নচাপের জেরে মঙ্গলবার সারাদিন উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে নামার জন্য নিষেধ করেছে।
উত্তরবঙ্গেও বৃষ্টি
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের মত আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি চলবে ৷ আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে ৷ এ ছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৯ ও ২০ জুলাই, অর্থাৎ শনি ও রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতার আবহাওয়া
হাওয়া অফিস বলছে, এদিনও কলকাতায় মূলত মেঘলা আকাশ। দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস