• বাংলাদেশে আটক বাংলার ৩৪ জন মৎস্যজীবী, উদ্বেগে পরিবার
    বর্তমান | ১৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: মাঝ ধরতে গিয়ে ভুল করে ঢুকে পড়েছিলেন বাংলাদেশের জলসীমায়। এই অভিযোগে ভারতের ৩৪ জন মৎস্যজীবীকে আটক করেছে সেদেশের উপকূল রক্ষী বাহিনী। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি ট্রলারও। সোমবার রাতে এফবি ঝড় ও এফবি মঙ্গলচন্ডী নামে দু’টি ট্রলার বাংলাদেশের নৌবাহিনী আটক করেছে বলে জানা গিয়েছে।

     কয়েকদিন আগে ওই ট্রলার দু’টি নামখানার নারায়ণপুরের খেয়াঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। মৎস্যজীবী সংগঠনের প্রাথমিক অনুমান, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় সমুদ্র উত্তাল রয়েছে। সেই কারণে ট্রলার দু’টি গতিপথ হারিয়ে আন্তর্জাতিক জল সীমানা পেরিয়ে ওপারে চলে গিয়েছে। ট্রলার দু’টিকে বাংলাদেশের মঙ্গলা মৎস্যবন্দরে রাখা হয়েছে বলে খবর। বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে ৩৪ জন মৎস্যজীবীর আটক হওয়ার খবরে হইচই পড়ে গিয়েছে কাকদ্বীপে। চিন্তায় আটক মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। এবিষয়ে বাংলাদেশে আটক হওয়া এক মৎস্যজীবীর পরিবারের সদস্য বলেন, ‘সোমবার রাতে বাংলাদেশ থেকে ফোন এসেছিল। ৩৪ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে। খুব চিন্তার মধ্যে রয়েছি। কী করব এখন বুঝে উঠতে পারছিনা!

    সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘৩৪ জন মৎস্যজীবী সহ দু’টি ট্রলারকে বাংলাদেশে আটক করার খবর পাওয়া গিয়েছে। কিভাবে এমন ঘটনা ঘটলো খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’
  • Link to this news (বর্তমান)