অর্ণব দাস, বারাকপুর: ভরদুপুরে বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে খুনের চেষ্টা! ফের অশান্ত উত্তর ২৪ পরগনার পানিহাটি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়।
মঙ্গলবার দুপুরে বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মীরারা পানিহাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের ধানকল মোড় এলাকায় কাজের স্বার্থে যান। লাগাতার বৃষ্টির জেরে সেখানে আগে থেকেই জল জমে রয়েছে। সেই জলের মধ্য দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় বর্ষার জমা জল ছিটকে লাগে ওই অঞ্চলের অপর এক কারখানার কর্মরত কর্মীদের গায়ে। অভিযোগ এরপরই ওই সংস্থার কর্মীরা ওই বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মীদের বেধড়ক মারধর করেন। এর মাঝেই ধারালো অস্ত্র দিয়েও তাঁদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিরা থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।
এই ঘটনার পর আহতকর্মীরা থানায় অভিযোগ জানিয়েছেন। আহত এককর্মী বলেন, “আমরা এলাকায় কাজের জন্য যাই। সেখানে আমাদের কয়েকজন সঙ্গে ওদের ঝামেলা বাধে। অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে আমাদের বাঁশ, লোহার রড, লোহার হুকের মতো ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।” ঘটনায় আতঙ্কে বেসরকারি সংস্থার কর্মীরা।