ভাঙড়ের ‘হাঙড়’দের ধরতে তৎপর পুলিশ, তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও এক দুষ্কৃতী
প্রতিদিন | ১৫ জুলাই ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙড়ের ‘হাঙড়’দের ধরতে তৎপর পুলিশ। ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ খুনে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রফিকুল খান। এনিয়ে তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১১ টার সময় হাসনাবাদের সাদারপুরের নতুন মসজিদ এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, রজ্জাক খাঁ খুনে অন্যতম চক্রী ছিলেন এই রফিকুল। ঘটনার ১৫ দিন আগেই তূণমূল নেতাকে সরিয়ে দিতে চেয়েঠিলেন অভিযুক্তরা। তবে কোনও কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। তারপরে আবার নতুন করে পরিকল্পনা করে। সেই মতো গত বৃহস্পতিবার বাড়ির কাছেই গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে।
এর আগে রবিবার রাতে আজহারউদ্দিন মোল্লা, জাহান আলি খান ও রাজু মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে মোফাজ্জেল মোল্লাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই খুনে শাসকদলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠে এলেও, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা দাবি করেছিলেন, কোনও গোষ্ঠী কোন্দলের ব্যাপার নেই। এই খুনের সঙ্গে আইএসএফ জড়িত।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাড়ির অদূরেই শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন হওয়ার পর তোলপাড় হয় রাজ্য রাজনীতি। উত্তর কাশীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর, গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চের দুঁদে অফিসাররা তদন্ত শুরু করেন। পাশাপাশি খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান রুপেশ কুমার এবং ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষও ঘটনায় বিশেষ নজর দিয়েছেন। এরই মধ্যে এই খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।