• ইছামতীর পাড়ে বেআইনি নির্মাণে এবার আইনি জট! হাই কোর্টে দায়ের হচ্ছে জনস্বার্থ মামলা
    প্রতিদিন | ১৫ জুলাই ২০২৫
  • গোবিন্দ রায়: পরিবেশ ও পুরআইনকে থোড়াই কেয়ার! টাকিতে ইছামতির ধারে গজিয়ে উঠেছে বিলাসবহুল হোটেল-রেস্তোরাঁ। সম্প্রতি এই অভিযোগে সরব হয়েছিল পরিবেশপ্রেমীরা। হাই কোর্টের এক আইনজীবী এনিয়ে অভিযোগও জানিয়েছিলেন সর্বত্র। এবার সেই অভিযোগেই সিলমোহর দিল সেচ দপ্তর। এনিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হতে চলেছে কলকাতা হাই কোর্টে।

    সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইচ্ছামতী নদী বাঁধের ধারে ওই নির্মাণের জন্য সেচ দপ্তর থেকে কোনও এনওসি (আপত্তি সার্টিফিকেট)-ই নেওয়া হয়নি। পাশাপাশি, গজিয়ে ওঠা ওই হোটেল-রিসোর্ট নদী সীমানা অতিক্রম করেছে। একইসঙ্গে, নির্মাণের জন্য পুরসভা কর্তৃক জারি করা সাইট প্ল্যান, অনুমোদিত নীলনকশা অনুসারে নির্ধারিত স্থানে কোনও কাঠামো তৈরি করা হয়নি বলে অভিযোগ। এমনকী মালিকানায় যে জমি রয়েছে তার থেকে অতিরিক্ত ১ শতকের বেশি জমি দখল করে ওই নির্মাণ গড়ে উঠেছে বলেই দাবি। এছাড়াও পুরআইনে বহুতল নির্মাণের ক্ষেত্রে যে জায়গা ছাড়ার বিধি রয়েছে তাও মানা হয়নি। যা ১৯৯৩ সালের রাজ্য পুর আইনের ১১৮ ধারার স্পষ্ট লঙ্ঘন করেছে।
  • Link to this news (প্রতিদিন)