• দল কেন এগোচ্ছে না সেই প্রশ্ন উঠছে: দিলীপ ঘোষ
    হিন্দুস্তান টাইমস | ১৫ জুলাই ২০২৫
  • ফের একবার নির্বাচনী ব্যর্থতার জন্য নাম না করে বিজেপির নব্য গোষ্ঠীকে কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ। সরাসরি বললেন, দল কেন এগোচ্ছে না সেই প্রশ্ন উঠছে। একই সঙ্গে ফিল্মি কায়দায় বললেন, ম্যায় হুঁ না।

    মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘আমি কারও সার্টিফিকেট কোনও দিন চাইনি। কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সব এসেছেন আমার কাছে। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এগোচ্ছে না কেন? সেজন্য এই ধরণের প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের উত্তর দিতে হবে।’

    এর পরই নিজের অবস্থান স্পষ্ট করে দিলীপবাবু বলেন, ‘দিলীপ ঘোষ তৈরি আছে। রাস্তায় আছে। কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনও সুস্থ সবল আছি। পার্টি আমাকে যে ভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। ম্যায় হুঁ না?’

    গত সপ্তাহেই রাজ্য বিজেপির নবনির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন দিলীপবাবু। শমীকবাবুর নেতৃত্বে দলের কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। তবে বিজেপির অগ্রগতিকে নিজের কৃতিত্বের দাবি যে তিনি ছাড়বেন না তা স্পষ্ট করে দিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)