• ল্যাংচা মেলা হবে পূর্ব বর্ধমানে, জোরকদমে চলছে প্রস্তুতি
    আনন্দবাজার | ১৫ জুলাই ২০২৫
  • ল্যাংচা মেলা হবে পূর্ব বর্ধমানে। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড় ল্যাংচা হাবে ২১ জুলাই ল্যাংচা মেলা হবে।

    জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগী শামিল হয়েছে শক্তিগড় থানা, ল্যাংচা ব্যবসায়ী সমিতি ও বর্ধমান ২ নম্বর পঞ্চায়েত সমিতি।

    আগামী ২১ জুলাই শক্তিগড় ল্যাংচা হাবে প্রবল ভিড় হয়। গত দু’দশক ধরে এ রকম দৃশ্যই দেখা গিয়েছে। তৃণমূল কর্মী-সমর্থকদের বাস সেখানে দাঁড়ায়। যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। তা নজরে রেখেই আগেভাগে সজাগ হয়েছে প্রশাসন।

    বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, ‘‘বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২০ ও ২১ জুলাই সমস্ত ল্যাংচা ব্যবসায়ীদের নিয়ে নির্দিষ্ট স্থানে ল্যাংচা মেলার আয়োজন করা হবে। সেই মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হবে, যাতে মূল রাস্তা যানজটমুক্ত রাখা যায়।’’

    ল্যাংচা হাবে কমবেশি ৫৫ টি দোকান আছে। সব ব্যবসায়ীদের আশা, এই উদ্যোগের ফলে ক্রেতাদের পাশাপাশি তাঁদের ব্যবসাও স্বাভাবিক ছন্দে চলবে। ল্যাংচা ব্যবসায়ী জাবেদ ইসলাম বলেন, ‘‘বর্ধমানমুখী জাতীয় সড়কের বাঁ দিকে ৪২ বিঘে ফাঁকা জমিতে মেলার আয়োজন করা হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)