এ ভাবেও তাজিয়া বার করা যায়, সুশৃঙ্খলভাবে শোভাযাত্রা সম্পন্ন করে হুগলিতে পুরস্কৃত মহরম কমিটি...
আজকাল | ১৬ জুলাই ২০২৫
মিল্টন সেন, হুগলি,১৫ জুলাই: সম্প্রতি মহরম পালনে গড়ে উঠেছে সম্প্রীতির এক অনন্য নজির। ঘটনাটি হুগলির চাঁপদানীতে। অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে মহরম। খবর অনুযায়ী শৃঙ্খলাবদ্ধ ভাবে সুসজ্জিত অবস্থায় তাজিয়া এলাকা প্রদক্ষিণ করা হয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেছেন স্থানীয় সমস্ত ধর্মের মানুষ। খবর অনুযায়ী প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করেছেন। দীর্ঘদিন ধরে তাজিয়া শোভাযাত্রার ঐতিহ্য বহন করে আসছে হুগলির চাঁপদানি।
সূত্রে জানা গিয়েছে, তাজিয়া শোভাযাত্রার সময়, দুধার দিয়ে একাধিক স্থানীয় মানুষ শোভাযাত্রা উপভোগ করেছেন। হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকে একসঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অনেকে আবার অংশগ্রহণকারীদের হাতে তুলে দিয়েছেন পানীয় জল, শরবত, ফল ইত্যাদি। খবর অনুযায়ী এই সুশৃঙ্খলভাবে শোভাযাত্রা সম্পন্ন হওয়ায় পুরষ্কৃত করা হয়েছে চাঁপদানীর একাধিক মহরম কমিটি এবং ক্লাবকে।
মঙ্গলবার চাঁপদানী পুরসভার হলে মহরম কমিটির হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে৷ সেখানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, চাঁপদানী পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র, ভাইস চেয়ারম্যান বিনয় কুমার প্রমুখ।
আরও পড়ুনঃ 'মনের ইচ্ছে' নিয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিল, তাতেই কি হয়ে গেল মারাত্মক ভুল? মাত্র ২৫ বছর বয়সে যুবকের ভয়াবহ
সূত্র মারফত, প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে যদি এবারের মহরম শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তবে সংশ্লিষ্ট আখড়াগুলিকে পুরষ্কৃত করা হবে। কমিটিগুলিকে পুরষ্কৃত করেন উপস্থিত চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পু জাভালগি, বিধায়ক অরিন্দম গুঁইন, পুরসভার চেয়ারপারসেন সুরেশ মিশ্র৷
চাঁপদানী পুরসভা এলাকায় এবং অ্যাঙ্গাস এলাকায় বেশ কয়েকটি জুটমিল রয়েছে বলে খবর। হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাজ করেন সেখানে। সবার সহবস্থান এই হুগলির চাঁপদানীতে। একদিকে এখানে রামনবমীর শোভাযাত্রা যেমন হয় উৎসবের মত। পাশাপাশি তেমনই সাড়ম্বরে বেরোয় মহররমের তাজিয়া শোভাযাত্রাও। চলতি বছরে মহরমের আগে স্থানীয় ক্লাব, কমিটি, কাউন্সিলরদের নিয়ে মিটিং করেন পুলিশ কমিশনার। খবর অনুযায়ী সেই মিটিং এ পুলিশ প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল মহরমের শোভাযাত্রা সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হলে কমিটিকে পুরষ্কৃত করা হবে।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, 'চাঁপদানীতে মানুষের মধ্যে অসাধারণ সম্প্রীতির বন্ধন রয়েছে। শোভাযাত্রার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে মহিলারা, শিশুরাও সেই দৃশ্য উপভোগ করেছে। এটি একটি সুন্দর সামাজিক চিত্র। রাস্তার কিছু অংশ খারাপ ছিল, সেগুলো সারাতে রাত জেগে কাজ করেছেন কাউন্সিলররা। এটাই আমাদের সমাজের প্রকৃত রূপ।' পাশপাশি তিনি আরও জানান, ছোটদের খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটুক এই উদ্দেশ্যে স্থানীয় ক্লাব ও কাউন্সিলরদের হাতে ফুটবল, ভলিবল এবং ভলিবল নেটও তুলে দেওয়া হয়েছে৷
এদিন তাজিয়া শোভাযাত্রা নিয়ে বেরোনো আখড়াগুলোর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। একইসঙ্গে স্থানীয় ক্লাব ও কাউন্সিলরদের ফুটবল, ভলিবল, ভলিবল নেট দেওয়া হয়। চাঁপদানী পুরসভার চেয়ারপার্সন সুরেশ মিশ্র এদিন বলেন, 'মহরমের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে আমাকে রাধা কৃষ্ণের মূর্তি উপহার দেওয়া হয়। আমিও সুযোগ পেলে কোরান শরিফ উপহার দেবো। আগামী দিনগুলোতেও চাঁপদানীর এই সম্প্রীতির পরম্পরা বজায় রাখতে হবে।'