• স্টেশন চত্বরে নকল লটারি টিকিট বিক্রির অভিযোগে, পান্ডুয়ায় গ্রেফতার এক ব্যক্তি...
    আজকাল | ১৬ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের নকল লটারি টিকিট বিক্রির হদিশ মিলল রাজ্যে। মঙ্গলবার হুগলির পান্ডুয়ায় নকল টিকিট বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পান্ডুয়া থানার পুলিশ। জানা গিয়েছে, পান্ডুয়া ষ্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ড থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে মঙ্গলবার চুঁচুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ।  

    জানা গিয়েছে, সোমবার রাতে পান্ডুয়ার খারাজিপাড়া এলাকার বাসিন্দা গৌরাঙ্গ বৈরাগী নামে এক ব্যক্তি পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগ, পূর্ব মেদিনীপুরের দিঘার গোবরা এলাকার বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি পান্ডুয়ার বাজার থেকে ১২ ও ১৩ তারিখ পর পর দু'দিন কিছু দৈনন্দিন লটারি টিকিট কিনেছিলেন। কিন্তু সেই লটারি কোনও ফলাফল দেখতে পাননি গৌরাঙ্গ। নম্বর স্ক্যান করেও লটারির কোনও বৈধ তথ্য না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৌরাঙ্গ।

    অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত নেমে মঙ্গলবার ভোরে সিদ্ধার্থ মন্ডল নামে ওই নকল লটারির বিক্রেতাকে পান্ডুয়ার স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ। কোথা থেকে লটারি কিনতেন? কীভাবে বিক্রি করতেন? দীঘা থেকে এখানে এসে বিক্রি করতেন না কি এখানে কোনও ঘর ভাড়া নিয়ে থাকতেন? এর সঙ্গে আর কেউ জড়িত কি না, এই রকম একাধিক প্রশ্নের উত্তর পেতে ধৃতকে ১৪ দিনে পুলিশ হেফাজত চেয়ে আদালতে পেশ করে পুলিশ।

    হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, বিভিন্ন ধরনের জাল টিকিট বিক্রি করছিল বলে অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে কেস হয়েছে। তদন্ত চলছে।

    আরও পড়ুন: জুনে মুদ্রাস্ফীতির হার কমে ২.১%, সাড়ে ছয় বছরে সর্বনিম্ন, আগস্টে ফের রেপ রেট কমাবে আরবিআই?

    রাজ্যে এর আগেও একাধিক বার জাল লটারি টিকিট বিক্রির খবর পাওয়া গিয়েছিল। প্রতিবার পুলিশ পদক্ষেপ নিয়েছে। গত বছর নভেম্বরে জাল লটারির টিকিটের বিক্রির অভিযোগে তিন লটারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রানিনগর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। এই বছর জানুয়ারি মাসে বীরভূমের দুবরাজপুর থেকে এক জাল লটারি ছাপানোর কারিগরকে গ্রেপ্তার করা হয়েছিল। বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক কোটি জাল লটারি-সহ ছটি জেরক্স মেশিন, দু'টি ল্যাপটপ ও দু'টি ডেস্কটপ।

    ভিনরাজ্য থেকে একটি নামী সংস্থার জাল লটারির টিকিট নিয়ে এসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় বিক্রি করার চেষ্টার অভিযোগে এ বছর মার্চে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন পাঁচ ব্যক্তি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় তিন হাজারের বেশি জাল লটারির টিকিট। মার্চেই হুগলীর ডানকুনি এলাকা থেকে বই ছাপার আড়ালে নকল ডিয়ার লটারি ছাপানোর কারবার চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছিল কয়েক হাজার নকল লটারির টিকিট।

    লটারির টিকিট বিক্রেতাদের মধ্যে পশ্চিমবঙ্গে 'ডিয়ার লটারি' খুবই জনপ্রিয়। এই সংস্থাটি রাজ্য সরকারকে যথাযথ রাজস্ব দিয়ে ব্যবসা চালালেও তাদের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ঝাড়খণ্ড এবং অন্য কয়েকটি জেলা থেকে একই নামের জাল লটারি টিকিট এনে বিভিন্ন বিক্রেতাদের মাধ্যমে বাজারে ছড়িয়ে দিচ্ছেন। এর ফলে রাজ্য সরকার যেমন বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে, জাল লটারির টিকিট কিনে সর্বস্বান্ত হচ্ছেন বহু মানুষ।
  • Link to this news (আজকাল)