• শপিংমলে মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য-ওষুধ বিক্রি! অভিযান চালালেন বিডিও
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শপিংমলেই বিক্রি হচ্ছিল মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য এবং ওষুধপত্র! এই অভিযোগ পেয়েই জলপাইগুড়ির শোবারহাট সংলগ্ন একটি শপিংমলের দোকানে আজ, মঙ্গলবার আচমকাই অভিযান চালান বিডিও মিহির কর্মকার। দোকানে ঢুকে তিনি কার্যত তাজ্জব হয়ে যান। দেখেন দোকানে মজুত করা শিশুখাদ্য থেকে ওষুধপত্রের বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। কিছু সামগ্রীর মেয়াদ উত্তীর্ণ হতে হাতেগোনা কয়েকদিন মাত্র বাকি। মেয়াদ উত্তীর্ণ খাবার এবং ওষুধপত্র কেন দোকানে রাখা হয়েছে তা জানতে চেয়ে দোকানদারকে রীতিমতো ধমক দেন বিডিও। পাশাপাশি এই ব্যাপারে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ড্রাগ কন্ট্রোল ও ফুড সেফটি বিভাগের আধিকারিকদেরও খবরও দেন। দোকানে ওষুধ বিক্রির কোনও নথিই না কী দেখাতে পারেননি অভিযুক্ত দোকানদার। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও শিশুখাদ্য দোকানে রাখা নিয়ে তাঁর দাবি, দোকানে অনেক জিনিস রয়েছে। কোনটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, অত খেয়াল রাখা তাঁর পক্ষে সবসময় সম্ভব হয় না। তবে মেয়াদ উত্তীর্ণ কোনও কিছু বিক্রি করা হয় না বলে দাবি করেছেন তিনি। 
  • Link to this news (বর্তমান)