• ধান রোপণে জলের সমস্যা, কৃষকদের ভরসা পাম্প সেট, সমস্যার সমাধান করল বিদ্যুৎ দপ্তর
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: জলের সমস্যায় ধান রোপন করতে পারছেন না কৃষকরা। ভরসা একমাত্র পাম্প সেট। সে ক্ষেত্রেও দেখা যায় কৃষকেরা বিদ্যুৎ দপ্তরকে না জানিয়ে জমিতে জল দেন। তবে এরজন্য তাঁরা আইনের আওতায় পড়তে পারেন। এমন আশঙ্কা করেই তাঁরা দারস্থ হয়েছেন আতমা প্রকল্পের চেয়ারম্যানের কাছে। অবশেষে আজ, মঙ্গলবার ময়নাগুড়ির বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন প্রকল্পের চেয়ারম্যান। জানা গিয়েছে, ইতিমধ্যে নিয়মও করে দিয়েছেন স্টেশন ম্যানেজার। এদিন স্টেশন ম্যানেজার আক্তার সর্দার বলেন, প্রাথমিকভাবে কিলোওয়াট হিসাবেই লাইন দেওয়া হবে। কৃষকেরা আবেদন করলেই লাইন পেয়ে যাবেন। একদিনেই লাইন দিয়ে দেওয়া হবে। তারপর সেই জল দিয়ে সেচ করতে পারবেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)