সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের বকুলতলা থানার হানারবাটিতে একটি বাড়িতে বিস্ফোরণ। ঘটনায় জখম হলেন এক মহিলা-সহ ৩ জন। পুলিস জানিয়েছে, জখম হয়েছে কালাম শেখ তাঁর স্ত্রী মনসুরা-সহ আরও একজন। এলাকাবাসীরা জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুরে তাঁদের বাড়িতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন কালাম ও মনসুরা। এছাড়া তাঁদের এক আত্মীয়ও আহত হয়েছেন।স্থানীয়দের অভিযোগ, গোপনে বোমা বাঁধতে গিয়েই না কী বিস্ফোরণটি ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অপরদিকে পুলিস জানিয়েছে, ঠিক কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পরই কালাম ও ওই আত্মীয়ের খোঁজ মেলেনি। জখম মনসুরাকে পুলিস উদ্ধার করে। প্রথমে তাঁকে জয়নগরের নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।