প্রয়াত রাইস-অ্যাডামাস গ্রুপের অন্যতম কর্ণধার আরতি রায়
প্রতিদিন | ১৬ জুলাই ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত রাইস-অ্যাডামাস গ্রুপের অন্যতম কর্ণধার আরতি রায়। সোমবার সন্ধে ৬টা বেজে ৩৫ মিনিটে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আরতি রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাইস-অ্যাডামাস গ্রুপের সমস্ত শীর্ষ প্রশাসক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা।
রাইস-অ্যাডামাস গ্রুপের কর্ণধার সমিত রায়, মল্লিকা রায়, রজত শুভ্র রায় এবং সৌম্য শুভ্র রায়রা জানিয়েছেন, রাইস গ্রুপের গড়ে ওঠা এবং আজকের সাফল্যের পিছনে কতখানি অবদান রয়েছে তাঁদের মা আরতি রায়ের। ১৯৮৫ সাল থেকে আমৃত্যু ‘রাইস এডুকেশন’- এর অন্যতম ডিরেক্টর ছিলেন তিনি। খারাপ সময় নিজের অলঙ্কার খুলে দিয়ে আর্থিক সাহায্য করেছেন। রাইস-অ্যাডামাস গ্রুপের বিপুল কর্মকান্ডের পেছনে আরতি রায়ের অনুপ্রেরণা অবিস্মরণীয়।
সমিত রায়, মল্লিকা রায়, রজত শুভ্র রায় এবং সৌম্য শুভ্র রায়দের বক্তব্য, তাঁদের মায়ের অবদান বা মূল্যায়ণ জাগতিকভাবে সম্ভবই নয়। তাঁর মৃত্যু এক অসীম শূন্যতার সৃষ্টি করল। গতকাল এবং আজ শোকস্তব্ধ রাইস-অ্যাডামাস গ্রুপের শীর্ষ প্রশাসক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রীরা সংস্থার প্রয়াত ডিরেক্টর আরতি রায়কে শেষ শ্রদ্ধা জানান।