• দম্পতির ‘কুটির শিল্প’, বোমা বাঁধতে গিয়ে বকুলতলায় বিস্ফোরণ! রক্তাক্ত স্ত্রীকে ফেলে পালালেন জখম যুবক
    আনন্দবাজার | ১৫ জুলাই ২০২৫
  • আবার বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা। এ বার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা থানা। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এক দম্পতি। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে জখম অবস্থায় তাঁর স্বামী পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বকুলতলা থানার হানারবাটি। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় একটি বাড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে এক মহিলা। জানা যায়, আহতদের নাম মনসুরা শেখ। তাঁর স্বামী কালাম শেখও জখম হয়েছেন। তবে ওই অবস্থায় তিনি পালিয়ে গিয়েছেন।

    জখম মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিমপীঠ গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার বাঙুর হাসপাতালে।

    স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে গোপনে বোমা তৈরি করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, কী কারণে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে তাদেরও অনুমান, গোপনে বোমা বাঁধার কাজ চলছিল। ঘটনাস্থল থেকে বেশ কিছু বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়েছে ঘটনাস্থলে। এখন গোটা এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।

    প্রতিবেশীদের একাংশের অভিযোগ, দীর্ঘ দিন ধরে ওই বাড়িতে সন্দেহজনক কার্যকলাপ চলছিল। কিন্তু কেউ মুখ খুলতে সাহস করেননি। পুলিশ জানিয়েছে, ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে খুঁজে বার করার পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)