• ‘লক্ষ্মী’-দের টাকা সরিয়ে ভরছিলেন নিজের ভাণ্ডারে? গ্রেপ্তার কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক কর্মী
    এই সময় | ১৬ জুলাই ২০২৫
  • ‘লক্ষ্মী ভাণ্ডার’ সরকারি প্রকল্পের টাকা তছরুপ ও আত্মসাতের অভিযোগে কলকাতা পুরসভার এক চুক্তিভিত্তিক কর্মীকে গ্রেপ্তার করল মুচিপাড়া থানার পুলিশ। ধৃতের নাম উমেশ কুমার দাস। প্রায় ৩৬ মাস ধরে তিনি রাজ্য সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা নয়ছয় করছেন, অভিযোগ এমনটাই। 

    কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক কর্মী উমেশের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। ‘লক্ষ্মীর ভাণ্ডার’  প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পৌঁছে যায়। সে জন্য আবেদনকারীকে নির্দিষ্ট নথি পূরণ করে জমা দিতে হয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনের সময়ে। অভিযোগ, ফর্ম পূরণের সময়ে আবেদনকারীদের অ্যাকাউন্ট নম্বর বদলে দেওয়া হতো। পরিবর্তে একটি অন্য অ্যাকাউন্ট, যা প্রতারকদের, তা বসিয়ে দেওয়া হতো। এই চক্রের অন্যতম মাথা উমেশ, সন্দেহ পুলিশের। 

    কোন কোন অ্যাকাউন্টে প্রকৃত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের অর্থ গিয়েছে? সে গুলির হদিশ পেতে চাইছে পুলিশ। পাশাপাশি কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তাঁদের নাম সামনে আনতে চাইছেন তদন্তকারীরা। উমেশকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে মুচিপাড়া থানা। 

  • Link to this news (এই সময়)