• মাথাভাঙায় এবার পুরসভার উদ্যোগে হচ্ছে শ্রাবণী মেলা
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা মেলার মাঠে এবারও বসছে শিবপুজো উপলক্ষ্যে শ্রাবণী মেলা। ইতিমধ্যে মেলার মাঠে স্টল তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিবছর লিজ দেওয়া হলেও, এবার পুরসভা নিজের উদ্যোগে মেলার আয়োজন করছে। মাঠে যে সকল ব্যবসায়ী স্টল দেবেন, তাঁদের জন্য নির্দিষ্ট টাকাও ধার্য করা হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতি স্কোয়ার ফুটের জন্য ধার্য করা হয়েছে দু’শো টাকা করে। টাকা নির্দিষ্ট সময়ে জমা করতে হবে। আগামী ২০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে মেলা। ২০ দিনের মেলায় বসবে হরেকরকম দোকান।

    গত ফাল্গুন মাসে শিবমেলায় লক্ষাধিক টাকায় টেন্ডার করে লিজ দিয়েছিল পুরসভা। কিন্তু এই লিজ দেওয়া নিয়ে টানাপোড়েন হয়েছিল অনেক। অভিযোগ, শহরের একাধিক কাউন্সিলারের ঘনিষ্ঠরা মেলার টেন্ডার পাওয়ার জন্য মুখিয়ে থাকেন। টেন্ডার না পাওয়ায় অনেকেই অখুশি হন। চলে টানাপোড়েন। পুরসভার দাবি, এবারে তাই লিজ না দিয়ে পুরসভা নিজেদের উদ্যোগে মেলা পরিচালনা করবে। 

    শুধু শহর নয়, গ্রাম থেকেও প্রচুর মানুষ আসেন মেলায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ভালো ব্যবসা হওয়ায় এই মেলার জন্য বাইরের প্রচুর ব্যবসায়ী আসার জন্য মুখিয়ে থাকেন। গোটা শ্রাবণ মাস মাথাভাঙা শিবমন্দিরে প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালা হয়। শিবমন্দিরের উন্নয়নেও বেশকিছু কাজ করেছে পুরসভা। 

    এ ব্যাপারে মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, আমরা কয়েকবার লিজ দিয়েছিলাম মেলার জন্য। ভালো আয়ও হয়েছিল। কিন্তু লিজ ঘিরে টানাপোড়েন চলে। এবারে তাই পুরসভার উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২০ জুলাই থেকে মেলা শুরু হচ্ছে। এনিয়ে ইতিমধ্যে প্রশাসনিক অনুমতিও নেওয়া হয়েছে। বাইরের বেশকিছু ব্যবসায়ী তাঁদের সামগ্রী নিয়ে আসবেন। বিগত বছরগুলির মতো এবারেও মেলায় ভিড় হবে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)