• এসএসসি’র ফর্ম ফিলআপের সুযোগ দিতে উদ্যোগ কর্তৃপক্ষের, চতুর্থ সেমেস্টার শেষের তিনদিনের মাথায় ফলপ্রকাশ দঃ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের
    বর্তমান | ১৬ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের এমএ চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে ১১ জুলাই। তার তিনদিনের মাথায় ফল প্রকাশ করল কর্তৃপক্ষ। তাদের দাবি, তিনদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একটি সেমেস্টারের ফলপ্রকাশ রাজ্যের মধ্যে নিদর্শন হয়ে থাকবে। দেখা যায়, অনেক সময় দু’মাসেও হয় না, সেখানে মাত্র তিনদিনে ফলপ্রকাশ হওয়ায় অবাক শিক্ষামহল। 

    এত দ্রুত কেন এই ফলপ্রকাশ? বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, চতুর্থ সেমেস্টারের স্নাতকোত্তর পড়ুয়াদের একাংশ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষায় বসবেন। যাতে ওই পরীক্ষার ফর্ম ফিলআপ করা যায়, সেজন্য আগেই ফল প্রকাশের জন্য পড়ুয়ারা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। তাই তাঁদের স্বার্থে  অধ্যাপকদের দ্রুত উত্তরপত্র মূল্যায়নের নির্দেশ দিয়েছিলেন উপাচার্য প্রণব ঘোষ। সেইমতো পরীক্ষার খাতা দেখে সোমবার সন্ধ্যায় ফলপ্রকাশ করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের তরফে হাতে মার্কশিট পেতেই সময়মতো এসএসসি’র ফর্ম ফিলআপ করতে পেরেছেন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে তাঁরা খুশি। 

    দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এগজামিনেশন মিনু ভারতী বলেন, পড়ুয়াদের একাংশ এসএসসি পরীক্ষায় বসার ইচ্ছের কথা আগেই আমাদের জানিয়েছিল। সেই বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত ফলপ্রকাশের জন্য সবাইকে বাড়তি দায়িত্ব নিতে বলেছিলাম। সবার চেষ্টায় তিনদিনের মাথায় ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে। রেজাল্ট পেয়ে পড়ুয়ারা এসএসসি’র ফর্ম ফিলআপ করতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রাজু পাল বলেন, উপাচার্য ও কন্ট্রোলারের নির্দেশের পরে আমরা সবরকম সহযোগিতা করেছি। 

    বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পড়ুয়া দীপান্বিতা সাহা বলেন, উপাচার্যকে দ্রুত ফলপ্রকাশের জন্য অনুরোধ জানিয়েছিলাম। হাতে ফল পেয়ে আমরা ফর্ম ফিলআপ করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা কৃতজ্ঞ। 

    বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান এবং অঙ্ক এই তিনটি বিষয়ে পঠনপাঠন হয়। ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞানের ফলপ্রকাশ করা হয়েছে। অঙ্ক বিভাগে এসএসসি পরীক্ষায় বসার মতো কেউ নেই। তাই ওই বিভাগের ফল কয়েকদিন পর প্রকাশ করা হবে। ইংরেজি বিভাগে ২২ জন পড়ুয়ার মধ্যে পাশ করেছেন ২০ জন। ১০ জন প্রথম শ্রেণি পেয়েছেন। অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞানে ১৭ জনের মধ্যে ১৬ জন পাশ করেছেন। ন’জন প্রথম শ্রেণি পেয়েছেন।
  • Link to this news (বর্তমান)